সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবন্দির সিদ্ধান্ত জানতেন না অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের৷
নরেন্দ্র মোদি সরকারের নোটবন্দির ঘোষণার পর বিষয়টি নিয়ে একবারেই নীরব ছিলেন জেটলি৷ এড়িয়ে যান সংবাদমাধ্যমের প্রশ্নও৷ নোটবন্দি ইস্যুতে সমালোচনার মোকাবিলায় ময়দানে নামে বিজেপি৷ দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশ জুড়ে টাকার আকাল দেখা দিলেও কোনও মন্তব্যই করতে দেখা যায়নি জেটলিকে৷ এই নিয়ে বিরোধীদের কম গঞ্জনা শুনতে হয়নি কেন্দ্রকে৷ কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ সংস্থা আরবিআইয়ের তরফে বিবৃতি দেওয়া হলেও জেটলির নীরবতা বিরোধীদের কাছে নয়া অস্ত্র তুলে দিয়েছিল বলে মত পর্যবেক্ষক মহলের একাংশের৷
সম্প্রতি, নোটবন্দি নিয়ে আরবিআইয়ের রিপোর্ট প্রকাশ্যে আসার পর কোমর বেঁধে মাঠে নামে কংগ্রেস৷ শুক্রবার তারই অঙ্গ হিসাবে বর্তমান অর্থমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন প্রাক্তন অর্থমন্ত্রী৷ নোটবন্দির সিদ্ধান্ত অর্থমন্ত্রী অরুণ জেটলি জানতেন না বলে দাবি জানান তিনি৷ জেটলি না জানলেও ‘নোটবন্দি’র কথা কেন্দ্রীর নেতা-মন্ত্রীরা জানতেন বলেও অভিযোগ করেন তিনি৷ সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, ‘‘এটা ছিল মোদি-অমিত শাহের পরিকল্পনা৷’’
বৃহস্পতিবার এই একই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে মাঠে নামেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ রাহুল বললেন, “নোটবন্দি কোনও ভুল নয়, আপনারা যদি ভেবে থাকেন এটি নরেন্দ্র মোদির ভুল, তাহলে আপনারা ভুল ভাবছেন, এটা কোনও ভুল নয়, পরিকল্পনা করে আক্রমণ করা হয়েছে সাধারণ মানুষের উপর, সাধারণ মানুষের পায়ে কুড়ুল মারা হয়েছে।”
#WATCH: “Infact many of us think that Finance Minister was not taken into confidence when #Demonetisation was announced,” says P Chidambaram pic.twitter.com/zsqjs1fPLB
— ANI (@ANI) August 31, 2018
[অপহরণের পালটা মুক্তি, জঙ্গির পরিজনদের ছেড়ে দিল জম্মু-কাশ্মীর পুলিশ]
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, “নোট বাতিলের ফলে কালো টাকা, জাল টাকা উদ্ধার হয়নি আগেই প্রমাণিত হয়েছে আরবিআইয়ের রিপোর্টে, তাহলে নোট বাতিলের উদ্দেশ্য কী ছিল?” এরপরই আমেঠির সাংসদ বলেন, “আসলে মোদিজি নোট বাতিলের মাধ্যমে তাঁর ১৫ জন শিল্পপতি বন্ধুর উপকার করতে চেয়েছিলেন। অমিত শাহ যে ব্যাংকের সঙ্গে যুক্ত, সেই ব্যাংক নোটবন্দির সময় ৭০০ কোটি টাকা বদলে দিয়েছে, নোটবন্দির আগে দেশের প্রতিটি জেলায় বিজেপির দলীয় কার্যালয় তৈরি হয়েছে। এতেই বোঝা যাচ্ছে নোট বাতিলের আসল উদ্দেশ্য কি ছিল।”
[মাসের শুরুতে আদৌ কতদিন বন্ধ থাকবে ব্যাংক? আসল সত্যিটা জানুন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.