সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই মুক্তির স্বাদ পেতে পারেন উত্তরকাশীর (Uttar Kashi) সুড়ঙ্গে আটকে পড়া ৪১জন শ্রমিক। সোমবার সকাল থেকে শুরু হয়েছে ম্যানুয়াল ড্রিলিং। ইতিমধ্যেই অগার মেশিনের ভাঙা অংশগুলো সুড়ঙ্গের ভিতর থেকে বের করা হয়েছে। আপাতত সুড়ঙ্গের উপর দিক থেকে উল্লম্বভাবে মাটি কেটে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে। উল্লেখ্য, ১৬দিন ধরে সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন ৪১জন শ্রমিক।
জানা গিয়েছে, ৬ জন বিশেষজ্ঞ পৌঁছে গিয়েছেন উত্তরকাশীর সিল্কিয়ারায়। ৮০০ মিলিমিটারের সরু পাইপের মধ্যে ঢুকে পড়ে ধ্বংসাবশেষ সাফ করা হবে। সেই সঙ্গে র্যাট হোল মাইনিং প্রযুক্তিও ব্যবহার করবেন উদ্ধারকারীরা। ছোট ছোট সুড়ঙ্গ কেটে আটকে পড়া শ্রমিকদের কাছে পোঁছনোর চেষ্টা হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই শ্রমিকদের বের করে আনা যাবে বলে আশাবাদী উদ্ধারকারীরা।
#WATCH | Principal Secretary to the PM Pramod Kumar Mishra, Union Home Secretary Ajay Kumar Bhalla and Uttarakhand Chief Secy SS Sandhu arrive at Uttarkashi’s Silkyara tunnel to take stock of ongoing rescue efforts to save 41 trapped workers pic.twitter.com/03CpZLAHMe
— ANI (@ANI) November 27, 2023
তবে উদ্ধারকাজের গতি পুরোটাই নির্ভর করছে সুড়ঙ্গের মাটির উপরে। মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার বলেন, “দ্রুত মাটি কাটার চেষ্টা চলছে। ঠিক কতখানি সময় লাগবে তা এখনই জানা যায়নি। সেনার তত্ত্বাবধানে চলছে উদ্ধারকাজ। তবে শ্রমিকদের উদ্ধার করা নিয়ে আমরা আশাবাদী।” ইতিমধ্যেই সিল্কিয়ারায় গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। উত্তরকাশীর মন্দিরে পুজোও দেন তিনি।
কবে উদ্ধারকাজ শেষ হবে? কবে সুড়ঙ্গ থেকে বেরতে পারবেন শ্রমিকরা? সঠিকভাবে সেই নিয়ে কিছু বলছেন না উদ্ধারকারীরা। তবে বিশেষজ্ঞদের অনুমান, কোনও বাধা না পেলে বৃহস্পতিবারই ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার করা যাবে শ্রমিকদের। ইতিমধ্যেই ৬ রকমভাবে উদ্ধারকাজ চালানোর পরিকল্পনা করেছে কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকার। দ্রুত গতিতে কাজ করছে ড্রিলিং মেশিনও। শ্রমিকদের কাছে পৌঁছতে ৮৬ মিটার পথ অতিক্রম করতে হবে। তার মধ্যে ইতিমধ্যেই ৩০ মিটার ড্রিল হয়ে গিয়েছে বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.