Advertisement
Advertisement

Breaking News

মহিলা কামরার সিঁড়িতে আটকে পুরুষের কাটা মুন্ডু! চাঞ্চল্য নাগপুর স্টেশনে

তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷

Man's head found at stairs of women's coach in Secunderabad Express
Published by: Tanujit Das
  • Posted:February 25, 2019 7:31 pm
  • Updated:February 25, 2019 10:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময় শনিবার সকাল ৮টা বেজে ১৫ মিনিটেই স্টেশনে ঢুকেছিল সেকেন্দ্রাবাদ-নাগপুর এক্সপ্রেস৷ যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনটিকে পরিষ্কার করতে যান সাফাই কর্মীরা৷ হঠাৎই মহিলা কামরার কাছ থেকে ভেসে আসে একটা চিৎকারের শব্দ৷ হন্তদন্ত হয়ে সেদিকে দৌঁড়ে যান অন্যান্যরা৷ সেখানে পৌঁছে যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ হয়ে যায় প্রত্যেকের৷ তাঁরা দেখেন, মহিলা কামরার সিঁড়িতে আটকে রয়েছে পুরুষের একটা আস্ত কাটা মুন্ডু৷ কার মুন্ডু এটি? কীভাবেই বা এল সেখানে? খোঁজ করতে গিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷

[‘কংগ্রেস প্রার্থী পাকিস্তানি হলেও ভোট দিন’, আবেদন জোট শরিকের ]

Advertisement

জানা গিয়েছে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই খবর৷ এবং ঘটনার খোঁজ পেয়ে অন্ধ্রপ্রদেশের কাজিপেত থেকে নাগপুর স্টেশনে পৌঁছায় রেল পুলিশ৷ তদন্ত করে তাঁরা জানান, শুক্রবার সকালে নাগপুরগামী সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে আত্মহত্যা করেছিলেন এই ব্যক্তি৷ কাজিপেত স্টেশনে ঘটে সেই আত্মহত্যার ঘটনা৷ ব্যক্তির দেহটি পাওয়া গেলেও, খোঁজ মেলেনি তাঁর মাথার৷ তাঁরা জানতে পারেন, নাগপুর স্টেশনে এক ব্যক্তির কাটা মুন্ডু উদ্ধার হয়েছে৷ তাই সেখানে যান তাঁরা৷ রেল পুলিশ আরও জানিয়েছে, লাইনে কাটা পড়ার পর, কোনও ভাবে ওই ব্যক্তির মুন্ডুটি ছিটকে যায়৷ এবং সেটি আটকে যায় মহিলা কামরার সিঁড়িতে৷ শনিবার সকালে নাগপুর স্টেশনে ট্রেনটি পৌঁছালে সেটি নজরে আসে সাফাই কর্মীদের৷

[পুলওয়ামার পর সবুজ সংকেত, শহরে অত্যাধুনিক ‘ধনুষ’-এর নল তৈরির কাজ শুরু]

এক প্রত্যক্ষদর্শী জানান, নিয়ম মেনে সেকেন্দ্রাবাদ-নাগপুর এক্সপ্রেস পরিষ্কার করতে গিয়েছিলেন তাঁরা৷ হঠাৎই মহিলা কামরার কাছে একটি আর্তনাদের আওয়াজ পান৷ গিয়ে দেখেন, তাঁদেরই এক কর্মী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে৷ তাঁর চোখ রয়েছে মহিলা কামরার দিকে৷ এরপর সেদিকে গিয়ে অবাক হয়ে যান অন্যান্যরাও৷ দেখেন ওই কামড়ার সিঁড়িতে আটকে রয়েছে পুরুষের আস্ত একটি মুন্ডু৷ এরপরই নাগপুর রেল পুলিশকে খবর দেন তাঁরা৷ সেখান থেকেই খবর পৌঁছায় অন্ধ্রপ্রেদেশের কাজিপেত স্টেশনে৷ রেল পুলিশ এসে ব্যক্তির মুন্ডুটিকে চিহ্নিত করে উদ্ধার করেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement