Advertisement
Advertisement

Breaking News

বিদায় পারিকর, জনতা পরিবৃত শোভাযাত্রার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় যোগ দিলেন হাজার হাজার মানুষ৷

Manohar Parrikar's funeral at Miramar beach,Kampal with people around
Published by: Sucheta Sengupta
  • Posted:March 18, 2019 6:42 pm
  • Updated:March 18, 2019 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনভর যেমন জনতা পরিবৃত হয়ে ছিলেন, তার চেয়েও বেশি মানুষ তাঁর শেষযাত্রার সঙ্গী হলেন৷ এমনিতে গোয়ায় সন্ধে নামে অনেকটা দেরিতে৷ কিন্তু সোমবারের বিকেলের আলো বড় তাড়াতাড়ি ম্লান হয়ে গেল যেন৷ রাজধানী পানাজি এবং তার আশেপাশের কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই জনতা আর জনতা৷ সকলের অভিমুখ কামপালের এসএজি গ্রাউন্ড, মূল পানাজি থেকে ৪ কিলোমিটার দূরে৷ সেখানেই মনোহর পারিকরের দাহ সম্পন্ন হয়৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়৷

ধর্মের ঊর্ধ্বে মানবতা, হিন্দু-মুসলিম দুই মহিলা পরস্পরের স্বামীকে দান করলেন কিডনি

বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কলা অ্যাকাডেমিতে শায়িত ছিল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের দেহ৷ সকলে সেখানেই শেষশ্রদ্ধা জানিয়েছেন৷ নরেন্দ্র মোদি, নির্মলা সীতারমন, স্মৃতি ইরানি-সহ একাধিক কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ এই সময় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি স্মৃতি ইরানি৷ এরপর বিকেল ৪টে ৪৫ নাগাদ কলা অ্যাকাডেমি থেকে শোভাযাত্রা শুরু হয়৷ গোটা রাস্তাতেই জনতার মাথা৷ সেভাবেই পারিকরের শববাহী যান পৌঁছে যায় কামপালের এসএজি গ্রাউন্ডে৷ মিরামার সৈকতে শেষকৃত্য৷ মুখ্যমন্ত্রীর শেষযাত্রা৷ নিরাপত্তার যতটা ঘেরাটোপ থাকার কথা, ততটাই ছিল৷ তবে, তাতে সাধারণ মানুষের যোগদান বাধা হয়ে দাঁড়ায়নি৷  

Advertisement

modi-tribute

দিল্লির মসনদে মোদিকে পৌঁছে দিয়েছিলেন বন্ধু পারিকরই

অনেকেরই সেসব কথা মনে করছেন, যেবার পারিকর বলেছিলেন, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত গোয়ার সেবা করব’৷ যেমন বলেছিলেন, তেমনই করলেন৷ গোয়ার সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকাকালীনই মৃত্যু হল তাঁর৷ এক কমবয়সী খেলোয়াড় শোনাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতার কথা৷ অর্থের অভাবে বড় টুর্নামেন্ট খেলতে পারছিলেন না৷ তা শোনামাত্রই পারিকর নিজে তাঁকে সাহায্য করেন৷ সেসব কথা তিনি কোনওদিন ভুলবেন না৷ বললেন, তাঁর কেরিয়ার গড়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ তাই অভিভাবক হারানোর ব্যথা তিনি টের পাচ্ছেন৷ পারিকরের অভিন্নহৃদয় বন্ধু এবং রাজনৈতিক সহকর্মী নীতিন গড়করিও বলছেন, গোয়ায় বিজেপির সংগঠন তৈরি হয়েছিল পারিকরের হাত ধরে৷ এমনই সব টুকরো টুকরো স্মৃতিতে মুখর হয়ে উঠল শোভাযাত্রা৷ আসলে চারবারের মুখ্যমন্ত্রী মনোহর পারিকর অত্যন্ত জনপ্রিয় ছিলেন৷ কোনও নেতা বা প্রশাসকসুলভ আচরণ ছিল না৷ একেবারে সাধারণের সঙ্গে মিশে কাজ করতেন৷ দিলখোলা মানুষ৷ তাই, কেউ নিজেদের আবেদন জানাতে কোনও কুণ্ঠা বোধ করতেন না৷ এমন একজন মানুষের অভাব অনুভব করবেন গোয়াবাসী৷ যে সৈকতের টানে গোয়া ছুটে যান পর্যটকের দল, সেসব আজ প্রায় জনশূন্য৷ মিরামার বিচে স্তূপীকৃত কাঠে আগুন৷ ধোঁয়া আকাশমুখী৷ পার্থিব জগৎ ছেড়ে চিরবিদায় নিলেন জনগণের মুখ্যমন্ত্রী মনোহর পারিকর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement