Advertisement
Advertisement

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে গোয়ার মুখ্যমন্ত্রী পারিকরই

গোয়ার দখল পেল ভারতীয় জনতা পার্টি।

Manohar Parrikar wins Goa floor test
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2017 8:01 am
  • Updated:March 16, 2017 8:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টানাপোড়েনের শেষে গোয়ার দখল পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার, গোয়া বিধানসভায় ২২ জন বিধায়কের সমর্থনে আস্থা ভোটে জয়ী হয়েছে মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের নেতৃত্বে নিজেপির জোট সরকার।

৪০ সদস্যের গোয়া বিধানসভায় ম্যাজিক ফিগার হচ্ছে ২১। নির্বাচনে ১৭ টি আসন জয় করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে কংগ্রেস। তবে মাত্র ১৩ টি আসন জিতলেও স্থানীয় দল ও নির্দল বিধায়কদের সমর্থনে সরকার গঠন করতে সফল হয়েছে বিজেপি। সরকার গড়তে বিজেকে সমর্থন জানিয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি ), মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি) ও নির্দল বিধায়কেরা।

Advertisement

[পণ্য রপ্তানিতে এবার চিনকে টক্কর দিতে চায় রামদেবের পতঞ্জলি]

উল্লেখ্য, গোয়ায় একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেস৷ ফলত বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গড়ার যে আহ্বান রাজ্যপাল জানিয়েছিলেন, তা অনৈতিক বলে দাবি করে কংগ্রেস। এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দলটি। মঙ্গলবার, এরই প্রেক্ষিতে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷

[সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিতে টিভি চ্যানেল আনছেন মোদি]

আস্থা ভোটে জয়ী হওয়ার পর পরিকর বলেন, আস্থা ভোটে জোটে কংগ্রেসের মিথ্যে দাবি নস্যাৎ করে দিয়েছে বিজেপি। এছাড়াও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে একহাত নিয়ে পরিকর বলেন, যে কাজ না করে শুধু ফুর্তি করলে নির্বাচনে জয়ী হওয়া যায় না।

[কাটা পা হাতে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরলেন রোগী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement