Advertisement
Advertisement

নাম না করে রাজ ঠাকরের দলকে ভর্ৎসনা করলেন পারিক্কর

জওয়ানদের পাশে দাঁড়িয়ে একই কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী৷

Manohar Parrikar to Raj Thackeray: Army donation voluntary, no catching anyone's neck
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 2:58 pm
  • Updated:August 10, 2022 12:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ভারতীয় সেনাকে কেউ স্বেচ্ছায় অর্থ সাহায্য করতেই পারে৷ জোর করে কারও ঘাড় ধরে সাহায্য চাওয়া হয় না৷” ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রযোজককে সেনা খাতে ৫ কোটি টাকা জমা দিতে বলেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সংঘ (এমএনএস)৷ সেই পরিপ্রেক্ষিতে নাম না করেই রাজ ঠাকরের দলকে ভর্ৎসনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷

মঙ্গলবার নয়া দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পারিক্কর বলেন, “সেনা খাতে কোনও ব্যক্তি সম্পূর্ণ সদিচ্ছায় অর্থ দান করেন৷ কারও ঘাড় ধরে করানো হয় না৷ তাই এই বিষয়টিকে আমি একেবারেই সমর্থন করি না৷” নাম না করলেও রাজ ঠাকরের দলের উদ্দেশেই যে এ কথা বলা হয়েছে, তা বেশ স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ কারণ গত সপ্তাহেই করণ জোহরের ছবি মুক্তির মুশকিল আসান করতে আসরে নেমেছিল এমএনএস৷ বলা হয়েছিল, ছবিটি ভারতে নির্বিঘ্নে মুক্তি পাবে৷ এমনকী পাক অভিনেতা ফওয়াদ খানের অভিনীত দৃশ্যগুলিও ছবি থেকে বাদ দেওয়া হবে না৷ তবে তার জন্য মুচলেকা দিতে হবে৷ ছবির প্রযোজককে সেনা খাতে পাঁচ কোটি টাকা দান করতে হবে৷ এমএনএস-এর প্রস্তাবে রাজি হয়ে যাওয়ায় ছবির মুক্তিতে সবুজ সঙ্কেত মিলেছিল৷

Advertisement

তবে এমএনএসের এহেন আচরণের বিরোধিতা করেছিলেন সিনিয়র সেনা আধিকারিকও৷ তিনিও বলেছিলেন, ভারতীয় সেনা স্বেচ্ছায় দানে বিশ্বাসী৷ জোর করে দেওয়া অর্থ তারা গ্রহণ করে না৷ সেনার সঙ্গে রাজনীতিকে যুক্ত করায় দুঃখপ্রকাশ করেছিলেন তিনি৷ এবার জওয়ানদের পাশে দাঁড়িয়ে একই কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী৷ অর্থাৎ ভারত-পাক যুদ্ধের আবহে দ্বিধাবিভক্ত প্রতিপক্ষমন্ত্রক ও এমএনএস৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement