Advertisement
Advertisement

নোট বাতিল কিছু নেতাকে নিঃস্ব করেছে, কটাক্ষ পারিকরের

রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও দুর্নীতি রোখার লড়াই জারি রাখার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেই কাজই যেন করে গেলেন পারিকর৷

Manohar Parrikar Says Several politicians have become beggars after demonetisation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 2:27 pm
  • Updated:December 18, 2016 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পর একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে৷ এখনও সমানে চলছে বিরোধিতা৷ আর সে সবের মধ্যেই বিরোধীদের একহাত নিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর৷ জানান, নোট বাতিল আসলে কিছু নেতাকে ভিখারি করে তুলেছে৷

রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও দুর্নীতি রোখার লড়াই জারি রাখার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেই কাজই যেন করে গেলেন পারিকর৷ ক্রমাগত বিরোধিতারও একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি৷ তাঁর মতে নোট বাতিল আসলে কিছু নেতাকে নিঃস্ব করে তুলেছে৷ গোয়ার এক জনসভায় তিনি বলেন, কিছু নেতা তো গোয়াকে লুঠ করা নিজস্ব ব্যবসা মনে করেছিল৷ প্রধানমন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইকে তাতে বাধা পড়েছে৷ এদিন তীব্র কটাক্ষ করে তিনি বলেন, এক নেতার তো আবার হার্ট অ্যাটাকও হয়েছে৷ তাঁকে আবার জনে জনে বলে বেড়াতে হচ্ছে যে, তার সঙ্গে নোট বাতিলের কোনও সম্পর্ক নেই৷

Advertisement

গোয়ার উন্নতির প্রেক্ষিতেই রাজনৈতিক বিরোধীদের তুলোধোনা করেন তিনি৷ পাশাপাশি নোট বাতিলের বিরোধিতা করছেন যাঁরা, এই মঞ্চ থেকে তাঁদের উদ্দেশ্যেও তীব্র আক্রমণ শানান৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement