সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটের জবাব পাটকেলে৷ ঠিক এইভাবেই খোয়াজা আসিফকে জবাব দিলেন মনোহর পারিক্কর৷ পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি ছিল, একজন পাক সেনার মৃত্যু হলে তিন ভারতীয় জওয়ান শহিদ হবে৷ পাল্টা আক্রমণ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর তোপ, একটা গুলির জবাব দুটি গুলিতে দেওয়া হবে পাকিস্তানকে৷
ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে হুমকি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী৷ জবাবে মনোহর পারিক্কর বললেন, “আমরা যুদ্ধ করতে আগ্রহী নই৷ কিন্তু দেশের দিকে কেউ যদি হানিকর দৃষ্টিতে চায়, তবে আমরা চোখ উপড়েও নিতে পারি৷ সে ক্ষমতা আমাদের আছে৷”
পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী জানান, আপাতত সীমান্তে গোলগুলি বন্ধই আছে৷ কেননা পাকিস্তান একটা গুলি চালালে, তার জবাব দেওয়া হচ্ছে দুটো গুলিতে৷ এদিন দেশ প্রতিরক্ষা সম্পর্কে নিজের মায়ের কথাও টেনে আনেন পারিক্কর৷ জানান, তাঁর মা তাঁকে বলতেন, খরগোশ শিকার করতে গেলেও বাঘ মারার জন্য প্রস্তুত থাকতে হবে৷ এই ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন যে কোনও শত্রুপক্ষকে সামাল দিতে তৈরি তাঁর বাহিনী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.