Advertisement
Advertisement

Breaking News

Mann Ki Baat

তিন মাস বন্ধ মোদির ‘মন কি বাত’, কেন?

প্রতি ইংরেজ মাসের শেষ রবিবার রেডিওে সম্প্রচার হয় এই অনুষ্ঠান।

Mann Ki Baat to stop for next 3 months says PM Narendra Modi | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:February 25, 2024 11:54 am
  • Updated:February 25, 2024 12:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী তিন মাসের জন্য বন্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’। লোকসভা নির্বাচনের আবহে প্রধানমন্ত্রী রেডিও অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ থাকবে। রবিবার কারণ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নিজেই।

এদিন ‘মন কি বাত’-এর ১১০ তম পর্বের শেষভাগে মোদি জানান, “সামনেই লোকসভা ভোট। মার্চ মাসেই দেশে নির্বাচনীবিধি কার্যকর হবে। তাই আগামী তিন মাস মন কি বাত সম্প্রচার হবে না।”  প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের আগেও সাময়িকভাবে বন্ধ ছিল ‘মন কি বাত’ সম্প্রচার।

Advertisement

 

[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের]

এদিনের ‘মনের কথা’ অনুষ্ঠানে নতুন প্রতিযোগিতা চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ‘ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড’। বর্তমানে অনেকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভ্লগিং করে। সেই সমস্ত ইনফ্লুয়েন্সরদের মূল বিষয় হয় খাওয়া-দাওয়া, বেড়ানো, লাইফস্টাইল। প্রধানমন্ত্রীর কথায়, “আমি লক্ষ্য করেছি বহু মানুষ নিজেদের সংস্কৃতি, ভাষাকে নিঃস্বার্থভাবে বাঁচিয়ে রাখার কাজ করে চলেছে।” তাঁদের কাছে দেশের প্রথম ভোটারদের উৎসাহিত করার আবেদন জানালেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারের ‘ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ ক্যাম্পেনে অংশ নেওয়ারও আবেদন জানান তিনি। 

 

 

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement