সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেবল ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশেও ‘অমৃত মহোৎসবে’র রং ছড়িয়ে পড়েছিল। ৯২তম ‘মন কি বাত’ (Mann ki Baat) অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সঙ্গে তিনি জানালেন, যেভাবে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে দেশের মানুষ অংশ নিয়েছে তাতে দেশের ঐকবদ্ধ রূপটিই ফুটে উঠেছে। মোদি ঘোষণা করেছেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ২০২৩ সাল পর্যন্ত চলবে।
সেই সঙ্গে দূরদর্শনে প্রতি রবিবার রাত ৯টায় শুরু হওয়া অনুষ্ঠান ‘স্বরাজ’ দেখার আরজি জানিয়েছেন তিনি। ৭৫ সপ্তাহ ধরে চলবে এই ধারাবাহিকটি। যেখানে স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া অখ্যাত বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনি দেখানো হচ্ছে। মোদি মনে করিয়ে দিয়েছেন আফ্রিকার দেশ বতসোয়ানার এক গায়কের কথা, যিনি ভারতের ৭৫তম স্বাধীনতা পূর্তিতে দেশভক্তির ৭৫টি গান গেয়েছেন। তামিল, পাঞ্জাবি, হিন্দি, গুজরাটি ইত্যাদি ভাষায় গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি কীভাবে বিশ্বের অন্যান্য দেশের মানুষকেও অনুপ্রাণিত করেছে, তা নিয়ে কথা বলতে গিয়েই ওই গায়কের কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশের বহু শিশুর অপুষ্টিতে ভোগার প্রসঙ্গে মোদি জানিয়েছেন বোঙ্গাই গ্রামের কথা। অসমের এই গ্রামে ‘প্রোজেক্ট সম্পূর্ণা’ নামের একটি প্রকল্প চালানো হয়েছে। যার ফলে সেখানকার গ্রামে এক বছরেই ৯০ শতাংশ শিশু অপুষ্টির হাত থেকে মুক্তি পেয়েছে বলে জানান মোদি।
প্রসঙ্গত, প্রতি মাসের শেষ রবিবারই সকাল ১১টায় ‘মন কি বাত’ অনুষ্ঠিত হয়। আকাশবাণী ও দূরদর্শনের চ্যানেলে তা সম্প্রচারিত হয়। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নিয়মিত এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে বার্তা দিয়ে আসছেন মোদি। ২৩টি ভাষা ও ২৯টি উপভাষায় এই অনুষ্ঠানের সম্প্রচার হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.