সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল মাস পড়ার আগেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। পরের মাসেও থাকবে উৎসবমুখরতা। আর এই উৎসব বিভিন্ন ধর্মের হলেও তা দেশের ঐক্যকেই তুলে ধরে। রবিবার ‘মন কি বাত’-এর ১২০তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই জানালেন।
তিনি এদিন বলেন, ”আজ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে এবং ভারতীয় নববর্ষও আজ থেকে শুরু হচ্ছে। ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে, দেশের বিভিন্ন স্থান উৎসবমুখর হয়ে উঠবে। তার মানে এই পুরো মাসটি উৎসবের। এই উৎসবগুলিতে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই।”
এরই পাশাপাশি মায়ানমারে হওয়া সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়েও কথা বলেন মোদি। ভারত যে এই বিপর্যয়ের সময়ে প্রতিবেশী দেশের পাশে রয়েছে, সেকথা বলতে তিনি তুলে ধরেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর আদর্শ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ”বসুধৈব কুটুম্বকম অর্থাৎ ‘এই বিশ্ব এক পরিবার’ এমন এক মন্ত্রই আজ সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। আমাদের কর্মকাণ্ড এই বিশ্বাসকেই প্রতিফলিত করে। যে সময় কোভিড-১৯ গোটা বিশ্বকে প্রভাবিত করেছিল, ভারত এই বিশ্বকে পরিবার হিসেবে দেখেছিল। আর তাই যাঁদের প্রয়োজন তাঁদের টিকাদানের জন্য পদক্ষেপ করেছিল। সম্প্রতি মায়ানমার এক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে। ভারত ‘অপারেশন ব্রহ্মে’র মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে প্রথম সাড়া দিয়েছিল। তুরস্ক ও নেপালের ভূমিকম্পের পরও দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। মালদ্বীপের জল সংকটের সময়ও আমরা পাশে ছিলাম।”
এছাড়াও এদিন প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে জল সংরক্ষণের মতো বিষয়ও। তিনি বলেন, ”বৃষ্টির জলকে সংরক্ষণ করে আমরা অনেক জল খরচ হওয়া থেকে বাঁচাতে পারি। গত কয়েক বছরে এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন অংশে জল সংরক্ষণে অনেক কাজই হয়েছে। আপনাদের একটা চমকপ্রদ পরিসংখ্যান দিই. গত ৭-৮ বছরে ১১ বিলিয়ন কিউবিক বা তারও বেশি পরিমাণ জল সংরক্ষণ করা গিয়েছে নবনির্মিত ট্যাঙ্ক, পুকুর ও অন্যান্য জলাধারে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.