Advertisement
Advertisement

মোদিকে কড়া ভাষায় চিঠি মনমোহন সিংয়ের, কিন্তু কেন?

কী লেখা রয়েছে ওই চিঠিতে?

Manmohan Singh urges PM Modi to leave Teen Murti Bhavan undisturbed
Published by: Sayani Sen
  • Posted:August 27, 2018 5:26 pm
  • Updated:August 27, 2018 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ ওই চিঠিতে দিল্লির তিনমূর্তি ভবনে আর কিছু নির্মাণ না করারই কথা উল্লেখ করেন তিনি৷ বর্তমানে জওহরলাল নেহেরুর স্মৃতিতে একটি মিউজিয়াম ও গ্রন্থাগার রয়েছে দিল্লির তিনমূর্তি ভবনে৷ চিঠিতে মনমোহন সিং লেখেন, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত৷ নেহরুর স্মৃতি বিজড়িত তিন মূর্তি ভবনে তাই আর কোনও নির্মাণ ঠিক হবে না৷

[হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় রায়দান স্থগিত বিশেষ আদালতের]

দিল্লির তিনমূর্তি ভবনে সব প্রধানমন্ত্রীর স্মরণে মিউজিয়াম করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভবনে এখন কেবল প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্মৃতিতে একটি মিউজিয়াম ও গ্রন্থাগার রয়েছে। সেখানে আর কিছু নির্মাণ না করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কড়া ভাষায় চিঠি দিয়েছেন মোদিকে।  সেখানে বলেছেন, ‘‘ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। নেহরুর স্মৃতিবিজড়িত ভবনটিতে হাত দেওয়া ঠিক নয়।’’ সরকার তিনমূর্তি ভবন নিয়ে যে প্রকল্প তৈরি করেছে, তাতে খরচ হবে ২৭০ কোটি টাকা। মনমোহন সিং লিখেছেন, ওই ভবনটি দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে উৎসর্গ করা হয়েছিল।  তিনি আমাদের রাষ্ট্রের প্রধান স্থপতি।  ভারতে তো বটেই, সারা বিশ্বের মানুষ তাঁকে শ্রদ্ধা করেন।  নেহরুর প্রয়াণের পরে বাজপেয়ী যে ভাষণ দিয়েছিলেন, তা চিঠিতে উল্লেখ করা হয়েছে। মনমোহন সিং লিখেছেন, নেহরুর প্রতি বাজপেয়ীর যে ভাবাবেগ ছিল, তাকে সম্মান করা উচিত। তিন মূর্তি ভবনে প্রধানত নেহরু ও স্বাধীনতা সংগ্রামের নানা স্মৃতিচিহ্ন রয়েছে। ওখানে তাই থাকা উচিত।

[বাড়ছে আল কায়দায় নাম লেখানোর হিড়িক, অশনিসংকেত কাশ্মীরে]

গত ১৬ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যু হয়৷ সেই কথা উল্লেখ করে মনমোহন সিং চিঠিতে লিখেছেন, তাঁর আমলে কখনও তিনমূর্তি ভবনে হাত দেওয়া হয়নি। দুঃখের বিষয়, বর্তমান সরকার ওই ভবনে আরও অনেক কিছু নির্মাণ করতে চায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement