Advertisement
Advertisement

Breaking News

মনমোহন সিং

ইমরানের ডাকে নয়, পাকিস্তানের কর্তারপুরে তীর্থ করতে যাচ্ছেন মনমোহন সিং!

রাষ্ট্রপতি কোবিন্দেরও পাকিস্তান যাওয়ার কথা।

Manmohan Singh to visit Kartarpur with first batch of pilgrims
Published by: Subhajit Mandal
  • Posted:October 3, 2019 8:23 pm
  • Updated:October 4, 2019 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের মাটিতে পা রাখেননি। অবশেষে রাজনৈতিক জীবনের সায়াহ্নে এসে পাকিস্তানের মাটিতে পা রাখতে চলেছেন মনমোহন সিং! এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। পাঞ্জাব সরকারের তরফে পাকিস্তানের মাটিতে কর্তারপুর করিডোরের উদ্বোধনের পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি জাঠা পাঠানো হবে। গুরু নানকের জন্মদিনে ওই জাঠার সদস্যরা ভারতের প্রথম তীর্থযাত্রীদের দল হিসেবে কর্তারপুরে যাবে। পাঞ্জাব সরকার মনমোহন সিংকে ওই জাঠার সদস্য হয়ে কর্তারপুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। পাঞ্জাব সরকার সূত্রের খবর, মনমোহন সিং ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

[আরও পড়ুন: ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা হয় না, আন্তর্জাতিক মঞ্চে সাফ বার্তা জয়শংকরের]

৯ নভেম্বর কর্তারপুর গুরুদ্বার থেকে একটি জাঠা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন মনমোহন। ১২ নভেম্বর শিখদের প্রথম ধর্মগুরু নানকের ৫৫০তম জন্ম দিবস উপলক্ষ্যে মনমোহন সিং সুলতানপুর লোধীতেও যাবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন সিং। মনমোহনের পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও আমন্ত্রণ জানিয়েছে পাঞ্জাব সরকার। রাষ্ট্রপতি কোবিন্দও ওই জাঠার প্রতিনিধি হয়ে পাকিস্তানে যাবেন বলে পাঞ্জাব সরকারের দাবি। যদিও, রাষ্ট্রপতি ভবনের তরফে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছে পাঞ্জাব সরকার।

Advertisement

[আরও পড়ুন: কর্তারপুর করিডরের উদ্বোধনে মনমোহনকে আমন্ত্রণ পাকিস্তানের, বাদ মোদি ]

তবে, মনমোহন কোনওভাবেই পাক সরকারের ডাকে কর্তারপুর করিডরের উদ্বোধনে যাচ্ছেন না। এমনটাই জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলছেন, কর্তারপুর করিডর উদ্বোধনের জন্য মনমোহন সিং পাকিস্তানের অন্তর্ভুক্ত পাঞ্জাবে যাচ্ছেন না। তাঁর কোনও প্রশ্নই নেই। সেটা একেবারে আলাদা বিষয়। তিনি যাচ্ছেন, নানকের জন্মদিবস উপলক্ষ্যে যে অনুষ্ঠান হচ্ছে, তাতে যোগ দিতে। উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে কর্তারপুর করিডরের উদ্বোধনে মনমোহনকে আমন্ত্রণ জানিয়েছে সেদেশের সরকার। সেই আমন্ত্রণ আগেই প্রত্যাখ্যান করেন মনমোহন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement