Advertisement
Advertisement
মনমোহন সিং

সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতায় কোপ! রাহুলের পর কেন্দ্রকে তোপ মনমোহনের

'পাশে থাকার বার্তা' ভুলে বিরোধিতার পথেই কংগ্রেস।

Manmohan Singh Slam Government over move to freeze the hike in DA
Published by: Subhajit Mandal
  • Posted:April 25, 2020 12:35 pm
  • Updated:April 25, 2020 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার আর্থিক সংকট মোকাবিলায় আগামী দেড় বছর সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যা নিয়ে এবার একযোগে বিজেপি সরকারকে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধী-সহ অন্য কংগ্রেস নেতারা আগেই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এবার সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ মনমোহন সিং (Manmohan Singh)।

[আরও পড়ুন: ‘সবার মঙ্গলের জন্য প্রার্থনা করছি’, রমজানের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রীর]

বৃহস্পতিবার কংগ্রেস কার্যকরী সমিতির বৈঠকের পরই বোঝা গিয়েছিল যে, করোনা পরিস্থিতিতে সরকারের ‘পাশে থাকার’ যে বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi), সেই পথে আর হাঁটবে না কংগ্রেস। যেমন ভাবা গিয়েছিল, হল ঠিক তেমনটাই। কেন্দ্র সরকারের ডিএ ছাঁটাইয়ের সিদ্ধান্তকে আক্রমণ করে টু‌ইট করলেন রাহুল গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, ‘‘কোটি কোটি টাকার বুলেট ট্রেন ও কেন্দ্রীয় ভিস্তা সৌন্দর্য‌করণ প্রকল্প বাতিল না করে অনেক প্রতিকূলতার মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কেন্দ্রীয় কর্মচারী, অবসরপ্রাপ্ত ও জওয়ানদের ডিএ ছাঁটাই করে সরকার অসংবেদনশীল ও অমানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।’’

[আরও পড়ুন: হাতে মাত্র একমাস! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুরসি হারাতে পারেন উদ্ধব ঠাকরে]

একই সুরে অনলাইন সাংবাদিক সম্মেলন করে সরকারকে ‘বাজে খরচ’ কমানোর পরামর্শ দেন কংগ্রেসের (Congress) অন‌্যতম মুখপাত্র রণবীর সিং সুরজেওয়ালা। তিনি বলছেন, বুলেট ট্রেনের এক লক্ষ দশ হাজার কোটি টাকা স্থগিত করার কোনও লক্ষণই নেই। সংসদ ভবন এলাকা ঢেলে সাজানোর জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মানে এই কাজগুলোর জন‌্য সরকারের কাছে টাকা আছে। অথচ সীমান্তে লড়াই করা জওয়ান, কেন্দ্রীয় কর্মী ও অবসরপ্রাপ্ত ১.১ কোটি মানুষকে দেওয়ার মতো টাকা নেই।” দলের অন্য নেতাদের সুরেই শনিবার মনমোহন সিং বললেন, ‘কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ-তে কোপ অপ্রয়োজনীয়। যাঁদের মহার্ঘভাতা কমছে তাঁদের দিক থেকে ভেবে দেখা উচিত ছিল সরকারের।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement