Advertisement
Advertisement

Breaking News

সংগঠিত ও আইনিভাবে গরিবের টাকা লুঠ হয়েছে, মত মনমোহনের

এর পরিণতিতে দেশের যে কী ভাল হবে, তাও তাঁর কাছে অজানা বলে জানান তিনি৷

Manmohan Singh says Decision of Demonitisation is organised loot and legalised Plunder
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 1:15 pm
  • Updated:November 24, 2016 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিতটা দিয়েছিলেন রাহুল গান্ধী৷ নোট বাতিলের সিদ্ধান্তে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যে যারপরনাই অখুশি, জানিয়েছিলেন তিনি৷ তবে এতদিন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ৷ অবশেষে দ্বিধাহীনভাবে তুলে ধরলেন তাঁর মতামত৷ আইন করে সংগঠিতভাবে যে সাধারণ মানুষের টাকা লুঠ হচ্ছে, এমনটাই মত তাঁর৷

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে নিজের জমানায় একাধিক পদক্ষেপ করতে চেয়েছিলেন৷ বহু দলীয় রাজনীতির গেরোয় তার অনেককিছুই সম্ভব হয়ে ওঠেনি৷ তবে দেশের অর্থনীতিতে খোলা হাওয়া যে তাঁর দৌলতেই এসেছে, এ কথা অনস্বীকার্য৷ তাই নোট বাতিল ইস্যুতে তাঁর মতামত বিশেষ গুরুত্বের দাবি রাখে৷ এদিন রাজ্যসভায় তিনি যা বললেন, তাতে নোট বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠছে৷ খোলাখুলিই তিনি জানিয়েছেন, নোট বাতিলের উদ্দেশ্য নিয়ে তাঁর কোনও প্রশ্ন নেই৷ কিন্তু যেভাবে সিদ্ধান্তের বাস্তবায়ন হচ্ছে তা চূড়ান্ত অব্যবস্থার নমুনা৷ আর এ ব্যাপারে দেশবাসীর সামনে দ্বিতীয় কোনও রাস্তাও খোলা নেই৷

Advertisement

নোট বাতিলের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য ৫০ দিন সময় চেয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে, এই সময়সীমাও গরিব মানুষের জন্য মারাত্মক৷ সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা রাখছেন৷ কিন্তু তুলতে পারছেন না৷ তাঁর মতে, শুধু এই হেনস্তার কারণেই এই সিদ্ধান্তকে নিন্দা করা যায়৷ তার উপর প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে৷ এর ফলেই অব্যবস্থা তৈরি হচ্ছে৷ মোদি দেশের আর্থিক উন্নয়নের নানা প্রস্তাব শোনালেও, শেষমেশ যে সাধারণ মানুষই ভুগছে, এ নিয়ে কোনও দ্বিমত নেই৷ সে কারণেই এ সিদ্ধান্তে সমর্থন নেই তাঁর৷ পাশাপাশি এর পরিণতিতে দেশের যে কী ভাল হবে, তাও তাঁর কাছে অজানা বলে জানান তিনি৷

সাধারণ মানুষের ভোগান্তির জন্য আরবিআইয়েরও সমালোচনা হচ্ছে বিস্তর৷ রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনরের মতে, যে সমালোচনা হচ্ছে তা প্রাপ্য৷ প্রধানমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ, নির্দিষ্ট ব্যবস্থা নিয়ে মানুষের এ ভোগান্তি যেন কমানো হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement