Advertisement
Advertisement

Breaking News

বিজয় মালিয়াকে ঋণ পাইয়ে দিয়েছিলেন মনমোহন সিং: বিজেপি

মুখ খুললেন মনমোহনও৷

Manmohan Singh helped Vijay Mallya in obtaining loans, alleges BJP

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2017 12:45 pm
  • Updated:January 30, 2017 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংফিশার এয়ারলাইন্সের বকেয়া শোধ করতে শিল্পপতি বিজয় মালিয়াকে বিপুল অঙ্কের ঋণ পেতে প্রত্যক্ষভাবে সাহায্য করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷  সোমবার বিজেপির তরফে এমনই বিস্ফোরক অভিযোগ তোলা হল৷  বিজেপির অভিযোগের পাল্টা মুখ না খুললেও নোট বাতিল প্রসঙ্গে আজ মোদি সরকারকে একহাত নেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী৷

এদিন এক সাংবাদিক বৈঠকে বিজেপির দলীয় মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, “মনমোহন সিংয়ের অনুরোধে কিংফিশার এয়ার’লাইন্সকে চাঙ্গা করে তুলতে বিপুল অঙ্কের ঋণ দেওয়া হয় মালিয়াকে৷  এমনকী, সরকারের শীর্ষ কর্তাদের নির্দেশে আয়কর বিভাগের আধিকারিকরাও মালিয়ার অ্যাকাউন্ট ফ্রিজ করার সাহস দেখাতে পারেননি৷ ” সম্বিত পাত্রর প্রশ্ন, আর্থিক অস্বচ্ছতা সত্বেও মালিয়াকে কী করে ৯০০০ কোটি টাকার ঋণ দেওয়া হয়? তাহলে কি তৎকালীন সরকারের কোনও বড় মাথা পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছিলেন? ডুবন্ত কংগ্রেস কি আরেকটি ডুবন্ত বিমান সংস্থাকে চাঙ্গা করার চেষ্টা করছিল? পাত্র দাবি করেন, “ওই দুর্নীতির পিছনে কার কার হাত ছিল সেটা ফাঁস করে দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ, ই-মেল, চিঠিপত্র রয়েছে৷ “

Advertisement

বিজেপির সাংবাদিক বৈঠক শেষ হওযার কিছুক্ষণের মধ্যেই পাল্টা সাংবাদিক বৈঠকে মনমোহন সিং দাবি করেন, দেশের আর্থিক অবস্থা ভাল নয়৷ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম প্রশ্ন তোলেন, “চাকরি কোথায়? নতুন বিনিয়োগ কোথায়? ক্রেডিট গ্রোথ কত?” এরপরেও আসন্ন সাধারণ বাজেটে কেন্দ্রীয় সরকার জনমোহিনী অর্থনীতির ছবি পেশ করলে সাধারণ মানুষ সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন বলে এদিন বিজেপিকে তোপ দাগেন চিদম্বরম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement