Advertisement
Advertisement
Manmohan Singh Death

মনমোহন সিংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা মোদি-মমতার, ‘অভিভাবক হারালাম’, শোকাহত রাহুল

'বিরোধীদের আক্রমণের সামনে কখনও মাথা নত করেননি। তাঁর সততাই আমাদের অনুপ্রেরণা।' শোকপ্রকাশ করে লিখেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

Manmohan Singh Death: Reactions on Former PM's demise

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 26, 2024 11:51 pm
  • Updated:December 27, 2024 12:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সজনিত অসুখে ভুগছিলেন দীর্ঘদিন। বৃহস্পতিবার রাতে প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh Death)। দিল্লির এইমসে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দেশ। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ বিশিষ্টজনেরা।

এক্স হ্যান্ডেলে মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা জানাতে গিয়ে তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেছেন মোদি। তিনি লেখেন, ‘দেশ একজন বড় নেতাকে হারাল। আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং জির সঙ্গে নিয়মিত কথা হত। প্রশাসনিক নানা কথাবার্তা হত।’

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তাঁর হাত ধরে অর্থনীতির উদারীকরণ দেখেছে দেশ। ওঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’

‘দেশের অন্যতম সেরা সন্তানকে হারালাম। দেশকে যে নিঃস্বার্থ পরিষেবা দিয়েছেন, তার মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন।’ দীর্ঘ পোস্টে লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

 

প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে রাহুল গান্ধী লিখেছেন, ‘আমি একজন মেন্টর আর অভিভাবককে হারালাম।’

‘বিরোধীদের আক্রমণের সামনে কখনও মাথা নত করেননি। তাঁর সততাই আমাদের অনুপ্রেরণা।’ শোকপ্রকাশ করে লিখেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

শোকবার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের কার্যক্রম মনে করিয়ে লেখেন, ‘অনবদ্য রাষ্ট্রনায়ককে হারালাম। দেশের অর্থনীতির সংস্কারের রূপকার তিনি।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement