সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে কারাগার থেকে মুক্ত মণিপুরের সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম৷ একটি টেলিভিশন চ্যানেলে কর্মরত কিশোরচন্দ্রর মতামত, কার্যপদ্ধতি দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এই সন্দেহে গত নভেম্বর থেকে তাঁকে কারাবন্দি করা হয়েছিল৷ একাধিকবার জামিনের আবেদন করলেও, তা মঞ্জুর হয়নি৷ কিন্তু এবার সামনেই নির্বাচন৷ ওয়াংখেমের জেল বন্দির ঘটনাকে হওয়াকে ইস্যু খাড়া করে ভোটে তার প্রভাব পড়তে পারে৷ তাই সবদিক বুঝেশুনে হাই কোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দিল৷ তুলে নেওয়া হল দেশদ্রোহের মামলাও৷
কিশোরচন্দ্র ওয়াংখেম৷ মণিপুরের স্থানীয় সংবাদমাধ্যম আইএন টিভির সঞ্চালক, সাংবাদিক৷ অভিযোগ, টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করার সময় ওয়াংখেম কিছু ব্যক্তিগত বক্তব্য রেখেছিলেন৷ তা শুনে প্রশাসনের মনে হয়েছিল, সাংবাদিক দেশের নিরাপত্তার পক্ষে খুব একটা সুবিধাজনক নন, তাঁর কথায় দেশদ্রোহের সুর আছে৷ নভেম্বরে ওয়াংখেমের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে এফআইআর দায়ের করা হয়৷ প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে তুলে নিয়ে জেলে পুরে দেওয়া হয়৷ সেসময় তাঁর কর্মস্থলে কেউ পাশে ছিলেন না বলে অভিযোগ ওঠে৷ চ্যানেলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ওয়াংখেম ব্যক্তিগত মতপ্রকাশের জন্য অভিযুক্ত হয়েছেন৷ নীতিগতভাবে তাঁকে সমর্থন করতে পারে না কর্তৃপক্ষ৷
কারাগারে যাওয়ার পর থেকে ওয়াংখেম বারবার বোঝাতে থাকেন, তিনি সরকারের সমালোচনা করেছিলেন মাত্র৷ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে ‘কেন্দ্রের পুতুল’ বলেছিলেন৷ তার জন্য দেশদ্রোহের মতো গুরুতর অভিযোগ আনা যায় না৷ অবিলম্বে তাঁকে মুক্ত করা হোক৷ তিনি নিজে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন৷ ওয়াংখেমের ভূমিকা নিরাপত্তার জন্য ঝুঁকির হতে পারে, সরকার পক্ষের এই যুক্তিতে জামিন খারিজ হয়ে গিয়েছে বারবার৷ স্বামীর পাশে দাঁড়িয়ে কার্যত একাই লড়েছিলেন স্ত্রী রঞ্জিতা এলানবাম৷ ছোট সন্তানদের নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে, তবু স্বামীকে নিরাপরাধ প্রমাণ করার জেদ তিনি ছাড়েননি৷
রঞ্জিতার সংগ্রাম এতদিনে সার্থক হতে চলেছে৷ সোমবার মণিপুর হাই কোর্ট ওয়াংখেমকে মুক্ত করার নির্দেশ দিয়েছে৷ তা হাতে নিয়েই রঞ্জিতা বললেন, ‘জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আমার স্বামীর বিরুদ্ধে মামলা চলছিল, আদালত তা থেকে অব্যাহতি দিয়েছে৷ আমরা ওকে দ্রুতই জেল থেকে ঘরে ফিরিয়ে আনব৷’ আগামী ১৮ এপ্রিল মণিপুরে লোকসভা ভোট৷ তার আগে ওয়াংখেমের পক্ষে আদালতের এই নির্দেশেও রাজনীতি দেখছেন অনেকে৷ ভোটের মুখে শুধুমাত্র সরকারের সমালোচনা করায় এক সাংবাদিককে জেলবন্দি রাখলে, তা বিজেপির পক্ষেই খুব একটা ভাল হবে না৷ তা বুঝেই এমন সিদ্ধান্ত বলে সমালোচনা করছেন অনেকে৷ কার্য-কারণ যাই হোক, ওয়াংখেমের মুক্তি নিয়ে রাজনীতিটুকু বাদ দিলে, তা সত্যিই আনন্দের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.