Advertisement
Advertisement

Breaking News

Manipur

মারকুটে মহিলাদের সামনে অসহায় সেনা! মণিপুরে দাঙ্গাবাজদের ঢাল প্রমীলা বাহিনী

'মানবিকতাকে দুর্বলতা ভাববেন না', হুঁসিয়ারি সেনার। 

Manipur women activists deliberately blocking routes, interfering in Operations: Army | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:June 27, 2023 8:32 am
  • Updated:June 27, 2023 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারকুটে মহিলাদের সামনে অসহায় সেনা! মণিপুরে দাঙ্গাবাজদের ঢাল হয়ে দাঁড়িয়েছে প্রমীলা বাহিনী। পরিকল্পিত ভাবে নিরাপত্তারক্ষীদের কাজে বাধা দিচ্ছে তারা। এমনটাই জানিয়েছে সেনাবাহিনী। ঘটনাপ্রবাহ যে কতটা জটিল, তা তুলে ধরে ভিডিও প্রকাশ করেছে সেনার স্পিয়ার কোর।

সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করে সেনাবাহিনীর স্পিয়ার কোর। রাজ্যে আইনশৃঙ্খলা ফেরাতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যে বাস্তবে কতটা কঠিন তা স্পষ্টতই ফুটে উঠেছে সেখানে। সেনা জানিয়েছে, পরিকল্পিত ভাবে নিরাপত্তারক্ষীদের কাজে বাধা দিচ্ছে মহিলারা। দাঙ্গাবাজদের বাঁচাতে জওয়ানদের পথরোধ করছে তারা। রাস্তা আটকে, সেনা শিবিরের কাছে গর্ত খুঁড়ে সামরিক বাহিনীক যান চলাচলে বাধার সৃষ্টি করছে মহিলারা। স্পিয়ার কোরের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ইম্ফল ইস্ট জেলায় গাড়িতে অস্ত্র হাতে আস্ফালন করছে দাঙ্গাকারীরা। ২৪ জুনের ওই ঘটনায় সাফ দেখা যাচ্ছে দুষ্কৃতীদের দেহরক্ষীর মতো কাজ করছে প্রমীলা বাহিনী।

Advertisement

এদিকে, আমজনতার প্রাণহানির আশংকায় কড়া কোনও পদক্ষেপ করতে পারছেন না জওয়ানরা। সেনাবাহিনীর আবেদন, রাজ্যে শান্তি ফেরাতে দিনরাত কাজ করছে তারা। এভাবে জওয়ানদের কাজে বাধা দেওয়া বেআইনি। এতে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া ধাক্কা খাবে। একইসঙ্গে বিক্ষোভকারীদের সেনার হুঁশিয়ারি, ‘মানবিকতাকে দুর্বলতা ভাববেন না’। 

[আরও পড়ুন: লুট হওয়া অস্ত্রের ৭০ শতাংশই উদ্ধার হয়নি! জাতিহিংসায় অগ্নিগর্ভ মণিপুরে বাড়ছে উদ্বেগ]

সম্প্রতি, অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) বন্দি করার পরও চাপের মুখে ১২ জন জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হল ভারতীয় সেনা। জানা যায়, মহিলাদের নেতৃত্বে প্রায় দেড় হাজার বিক্ষোভকারীরা দ্রুত এলাকা ঘিরে ফেলে। সেই প্রবল ভিড়ের মধ্যে বন্দি জঙ্গিদের বাধ্য হয়ে ছেড়ে দেয় সেনা। অভিযুক্তরা সকলেই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী কাংলেই ইয়ায়ুল কান্না লুপ তথা কেওয়াইকেএলের সদস্য।

[আরও পড়ুন: কার্যত গৃহযুদ্ধ মণিপুরে! মোদিকে রিপোর্ট অমিত শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement