Advertisement
Advertisement
Manipur Violence

Manipur Violence: ‘নিজেকে ভারতীয় বলতে লজ্জা হচ্ছে’, মণিপুর ইস্যু নিয়ে মন্তব্য গৌতম গম্ভীরের

'মণিপুর ইস্যু নিয়ে রাজনীতি হচ্ছে', দাবি প্রাক্তন জাতীয় ক্রিকেটারের।

Manipur Violence: Manipur incident extremely shameful, says BJP MP Gautam Gambhir। Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Biswadip Dey
  • Posted:July 21, 2023 6:30 pm
  • Updated:July 21, 2023 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে (Manipur) যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। নিজেকে একজন ভারতীয় বলতে লজ্জা হচ্ছে। এভাবেই মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভবিষ্যতে কোনও রাজ্যেই যেন এই ধরনের ঘটনা না ঘটে, এমনই প্রার্থনা করতে দেখা গেল প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে।

ঠিক কী বলেছেন গম্ভীর? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”মণিপুর ইস্যু নিয়ে রাজনীতি হচ্ছে। কিন্তু এটা কোনও রাজ্যনির্ভর ইস্যু নয়। দু’জন মহিলার সঙ্গে এমন ঘটে থাকলে তা গোটা দেশের জন্য লজ্জা। একজন ভারতীয় হিসেবে লজ্জায় আমাদের মাথা ঝুঁকে যাচ্ছে। দেশের মাথা যেভাবে নিচু হয়েছে এই ঘটনায়, এটা নিয়ে রাজনীতি একেবারেই কাম্য নয়।”

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করেছিলেন, শেখ নূর আমিনের আসল পরিচয় কী?]

প্রসঙ্গত, মে মাসের গোড়া থেকেই মণিপুর (Manipur Violence) কার্যত নরককুণ্ড। হাজার হাজার সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নতুন করে বিতর্কের পারদ চড়েছে ভিডিওটিকে ঘিরে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, গণধর্ষণেরও শিকার হয়েছেন তাঁরা। এ পর্যন্ত মোট চারজন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করেছে পুলিশ। মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেতেইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা। তাঁদের মধ্যে অধিকাংশই মহিলা।

[আরও পড়ুন: ‘৩ বছরেই উৎপাদনের ক্ষেত্রে চিনকে টেক্কা দিতে পারে ভারত’, আশাবাদী বিশ্ব ব্যাংকের প্রধান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement