Advertisement
Advertisement

Breaking News

Manipur Violence

ফের অগ্নিগর্ভ মণিপুর, সেনার পোশাক পরে আসা জঙ্গিদের গুলিতে মৃত অন্তত চার

ফের কারফিউ মণিপুরে, শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর।

Manipur Violence: 4 killed in Manipur, night curfew imposed on certain areas | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 2, 2024 9:11 am
  • Updated:January 2, 2024 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে আবার উত্তপ্ত মণিপুর (Manipur Violence)। গোষ্ঠী সংঘর্ষের জেরে সেরাজ্যে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৪। হিংসার জেরে ফের কারফিউ শুরু করছে মণিপুর প্রশাসন। উল্লেখ্য, গত বছর মে মাস থেকে জাতি সংঘর্ষের জেরে জ্বলছে মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন। নতুন বছরের প্রথম দিনেই আবার হিংসা ছড়াল সেরাজ্যে।

সোমবার বিকেলে থৌবালের লিলং এলাকায় গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, সেনার পোশাক পরে অন্তত ২৫ জন জঙ্গি হাজির হয় গ্রামের এক ব্যক্তির বাড়িতে। এসেই বিশাল অঙ্কের টাকা দাবি করে। প্রতিবাদ করলে ওই বাড়ির এক সদস্যের দিকে গুলি চালায় জঙ্গিরা। তাতেই জমায়েত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন গ্রামবাসীরা। সেই সময়েই সমবেত জনতার দিকে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় চারজনের। আহত হয়েছেন আরও চারজন, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে এই শিল্পীর রামলালার, জানাল ট্রাস্ট]

রাজধানী ইম্ফল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত ঘটনাস্থল লিলং। কিন্তু চারজনের মৃত্যুর খবর পেলেও সেখানে পৌঁছতে পারেনি পুলিশ। কারণ গ্রামের প্রবেশপথ আটকে বিক্ষোভ শুরু করেছেন বাসিন্দারা। তবে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই জঙ্গিদের আটক করে ফেলেছেন গ্রামবাসীরা। তবে ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের চিহ্নিত করবে পুলিশ। তার পরে এই ঘটনা নিয়ে সরকারিভাবে বিবৃতি দেওয়া হবে প্রশাসনের তরফে।

যদিও লিলংয়ের বাসিন্দাদের শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং (N Biren Singh)। একটি ভিডিও পোস্ট করে বলেন, “এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।” উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাতি সংঘর্ষ চললেও এই লিলংয়ে তার প্রভাব সেরকমভাবে পড়েনি। মেতেই পাঙ্গাল অধ্যুষিত অঞ্চলে হিংসার খবর পেয়েই রাতের বেলা কারফিউ শুরু করেছে মণিপুর। দিনের বেলাও কারফিউ বলবৎ করার পরিকল্পনা চলছে প্রশাসনের অন্দরে।

[আরও পড়ুন: শর্ট স্কার্ট-স্লিভলেসে ‘নো এন্ট্রি’, পুরীর জগন্নাথ মন্দিরে নিষিদ্ধ আর কোন পোশাক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement