Advertisement
Advertisement
Manipur Violence:

মণিপুর হিংসায় সিবিআইয়ের হাতে থাকা মামলার শুনানি কোথায়? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

প্রয়োজনে ভারচুয়াল শুনানি হবে, জানালেন প্রধান বিচারপতি।

Manipur: Supreme Court allows trial of CBI cases in Assam | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 25, 2023 2:58 pm
  • Updated:August 25, 2023 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর হিংসা সংক্রান্ত সিবিআইয়ের (CBI) হাতে থাকা মামলাগুলির শুনানি হবে অসমে। শুক্রবার গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

ওই মামলাগুলির বিচারের জন্য নিম্ন আদালত বেছে নেওয়া ভার গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ধৃতদের হেফাজতে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে সব ক্ষেত্রে সশরীরে হাজিরা দিয়ে শুনানির প্রয়োজন নেই। ভারচুয়ালিও শুনানি হতে পারে। সেজন্য মণিপুরের যে যে জায়গায় প্রয়োজন ইন্টারনেট চালু করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

[আরও পড়ুন: ঋণ দেবেন চিনা ব্যাংক কর্তা! রাজস্থানে বসে কলকাতায় ফাঁদ, তদন্তে লালবাজার]

উল্লেখ্য, মণিপুর হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম। এর আগের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “মনে হচ্ছে মণিপুর পুলিশ সঠিকভাবে তদন্ত করতে অপারগ। অধিকাংশ এফআইআরের ভিত্তিতে তদন্তে হয় অতি সামান্য অগ্রগতি হয়েছে, নয়তো কিছুই হয়নি। এতে প্রশাসন এবং আইনের শাসনের উপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।”

[আরও পড়ুন: ‘ছেড়ে দিন, বাড়ি যাব’, সামান্য সুস্থ হতেই চিকিৎসকদের কাছে ‘আবদার’ বুদ্ধদেব ভট্টাচার্যর]

এদিনই শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, মামলাকারীদের নিরাপত্তার স্বার্থে মামলাগুলি অন্য রাজ্যে সরানো হোক। সেইমতো মণিপুর (Manipur) মামলা অসমে সরিয়ে নিয়ে গেল শীর্ষ আদালত। একই সঙ্গে মণিপুরে আংশিকভাবে ইন্টারনেটও আংশিকভাবে চালু হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement