Advertisement
Advertisement

Breaking News

শিক্ষক

বেনজিরভাবে শিক্ষকদের বেতন কমল বিজেপি শাসিত মণিপুরে, রাজ্যজুড়ে ধর্মঘট

৩দিনের ক্যাজুয়াল লিভ নিয়ে রাজ্যের ১০ হাজার শিক্ষক নেমেছেন ধর্মঘটে৷

Manipur slashes salary of teachers, fierce protests erupt
Published by: Subhajit Mandal
  • Posted:July 22, 2019 5:45 pm
  • Updated:July 22, 2019 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ রাজ্যে প্রাথমিক শিক্ষকরা পিআরটি স্কেলের দাবিতে আন্দোলন করছে। দশম দিনে পড়ল তাদের অনশন। রাজ্য বিজেপির নেতারা একাধিকবার অনশন মঞ্চে গিয়েছেন। রাজ্যে ক্ষমতায় এলে প্রথম বৈঠকেই অন্য রাজ্যের শিক্ষকদের সঙ্গে এরাজ্যের শিক্ষকদের বেতন বৈষম্য মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন সায়ন্তন বসু, দিলীপ ঘোষরা।

অথচ, একই সময়ে আরেক বিজেপি শাসিত রাজ্য মণিপুরে শিক্ষকদের বেতন বেনজিরভাবে কমিয়ে দেওয়া হল। স্রেফ কমানো হল বলা ভুল হবে। এবার থেকে প্রায় ১০ বছরের পুরনো পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন মণিপুরের শিক্ষকরা। প্রাথমিক স্তর থেকে কলেজ পর্যন্ত সব স্তরের শিক্ষকদের বেতনই কমানো হয়েছে। স্বাভাবিকভাবেই হঠাৎ বেতনহ্রাসের ঘটনায় আকাশ ভেঙে পড়েছে শিক্ষকদের মাথায়। রাজ্যজুড়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাঁরা। শনিবার থেকে তিনদিনের জন্য ক্যাজুয়াল লিভ নিয়েছেন রাজ্যের অধিকাংশ শিক্ষক।

Advertisement

[আরও পড়ুন: ‘মমতারও দাম ২ কোটি নয়’, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের]

গত ১১ জুলাই মণিপুর বিধানসভায় একটি বিল পাশ হয়। যে বিল অনুযায়ী শিক্ষকদের বেতন বেশ খানিকটা কমে যায়। আগে মণিপুরের উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষকদের গ্রেড পে ৪ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে করা হয় ৪ হাজার ৪০০ টাকা। মোট বেতন দাঁড়ায় ৯ হাজার ৩০০ টাকা থেকে ৩৪ হাজার ৮০০ টাকা। প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ৩ হাজার থেকে কমিয়ে ২ হাজার ৪০০ করা হয়েছে। ফলে তাদের নতুন বেতনক্রম দাঁড়িয়েছে ৫ হাজার ২০০ টাকা থেকে ২০ হাজার ২০০ টাকা পর্যন্ত। একইভাবে বেতন কমানো হয়েছে কলেজের অধ্যাপকদেরও। আসলে মণিপুর সরকার মনে করছে, রাজ্যের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে উপযুক্ত বেতনই দেওয়া হবে শিক্ষকদের। যদিও, নতুন যে গ্রেড-পের স্তর নির্ধারণ করা হয়েছে, তা ২০০৯ সালে চালু ছিল।

[আরও পড়ুন: ‘২১ জুলাই বিশ্ব ডিম্ভাত দিবস’, তৃণমূলের শহিদ দিবসকে কটাক্ষ দিলীপের]

এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষকরা। শনিবার থেকে ক্যাজুয়াল লিভ নিয়ে তিনদিনের ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। সোমবারও রাজ্যের অধিকাংশ শিক্ষক ক্যাজুয়াল লিভ নিয়েছেন। সংখ্যাটা ১০ হাজারেরও বেশি। শিক্ষকদের সংগঠনের তরফে এক বিক্ষোভকারী জানাচ্ছেন, “সরকার যেখানে শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য একাধিক পদক্ষেপ করছে, সেখানে শিক্ষকদের বেতন কমিয়ে আসলে তাঁদের অপমান করা হচ্ছে। এটা আমাদের জন্য অসম্মানের। এভাবে শিক্ষকদের গ্রেড পে কমিয়ে দুর্দশার দিকে ঠেলে দেওয়ার কোনও মানে হয় না।” কিন্তু, এত বিক্ষোভের মধ্যেও নির্বিকার মণিপুরের বীরেন সিংয়ের সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement