সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুতেই স্বপ্নভঙ্গ৷ রাজনীতির মাঠে হেরে গেলেন ইরম শর্মিলা৷ বিশাল ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী ও মুখ্যমন্ত্রী ইবোবি সিংয়ের কাছে৷ মাত্র ৫১টি ভোট পেয়েছেন শর্মিলা৷ ইবোবি পেয়েছেন ১৫ হাজারের বেশি ভোট৷ এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী লেইথানথেম বসন্ত সিং।
প্রায় দু’দশক ধরে মণিপুরে ‘আফস্পা’ বা সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে অনশনরত ছিলেন ‘লৌহমানবী’৷ অবশেষে অনশন ভেঙে মূল স্রোতের রাজনীতিতে আসেন মানবাধিকার কর্মী শর্মিলা৷ তাঁর সমর্থনে এগিয়ে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তবে ভোটারদের মনে জায়গা পেলেন না তিনি৷
পিপলস রিসারজেন্স অ্যান্ড জাস্টিস পার্টি (পিআরজিএ) প্রতিষ্ঠাতা শর্মিলা থাউবল ছাড়াও লড়ছেন খুরাই আসন থেকে। তবে এই হারের হন্য দুর্নীতিকেই দায়ী করেছেন শর্মিলা৷ তাঁর অভিযোগ, অন্য দলগুলি ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও পেশীবল ব্যবহার করেছে। তিনি হেরে গেলেও হতাশ হবেন না। ২০১৯-এর সাধারণ নির্বাচনে লড়বেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.