সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচসার জেরে সিনিয়র সহকর্মীকে গুলি করে ছুড়লেন পুলিশ কনস্টেবল। ভয়াবহ এই ঘটনা ঘটেছে মণিপুরের জিরিবাম জেলার মংবাং গ্রামে। এই ঘটনায় মৃত্যু হয়েছে শাহজাহান নামের এক সাব ইনস্পেক্টরের। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় কনস্টেবল বিক্রমজিৎ সিংকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার শাহজাহানের সঙ্গে বচসা হয়েছিল বিক্রমজিতের। সেই বচসা চরম আকার নিলে থানার মধ্যেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি ছোড়ে বিক্রমজিৎ। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহজাহানের। এই ঘটনার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। উল্লেখ্য, সম্প্রতি এই জিরিবাম জেলায় এক বৃদ্ধকে খুনের ঘটনায় এই এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হন বহু মানুষ। যার জেরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয় জিরিবাম জেলায়। মংবাং গ্রামও মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার বেড়াজালে। সেখানে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কুকি ও মেতেই সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। প্রায় দেড় বছর ধরে চলতে থাকা এই হিংসায় মৃত্যু হয়েছে অন্তত ২০০ জনের। মণিপুরের পাহাড়ি এলাকায় বসবাস করে কুকি সম্প্রদায়ের মানুষ। পাশাপাশি ইম্ফল উপত্যকায় বাস মেতেইদের এই দুই গোষ্ঠীর সংঘর্ষে অসংখ্য মৃত্যুর পাশাপাশি ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.