Advertisement
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসে মণিপুরে উড়ল ‘নাগা জাতীয় পতাকা’, উদ্বেগ দিল্লিতে 

তবে কি ফের উত্তাল হতে চলেছে নাগাভুম?

Manipur: Nagas celebrate Independence Day, hoist ‘Naga National Flag’
Published by: Monishankar Choudhury
  • Posted:August 15, 2019 7:00 pm
  • Updated:May 19, 2020 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলা স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই ফের উদ্বেগ বাড়াল মণিপুর৷ গতকাল, অর্থাৎ ১৪ আগস্ট ওই রাজ্যেজুড়ে উড়তে দেখা যায় নাগা জাতীয় পতাকা৷ বিশেষ করে নজর কেড়েছে সেনাপতি জেলা৷ সেখানে গোটা দেশ থেকে কয়েক হাজার নাগা জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে ‘নাগা স্বাধীনতা দিবস’ পালন করেন৷

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভাষণে উহ্য পাকিস্তান, স্বাধীনতা দিবসে ‘পথ পরিবর্তনের’ ইঙ্গিত নমোর]

Advertisement

এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নয়াদিল্লিতে৷ ফের উত্তর-পূর্বের এই রাজ্যটি অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কর্তারা৷ উল্লেখ্য, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, অসম ও মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীনভূমি বা ‘নাগালিম’ গড়ার ডাক বহুদিনের৷ এই দাবিতে অনেক দিন ধরেই জঙ্গি আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন৷ সংগঠনটি দু’ভাগ হয়ে যাওয়ার পর মুইভা গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছে কেন্দ্র৷ ফলে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত শান্ত নাগাল্যান্ড৷ কিন্তু গতকালের পতাকা উত্তোলনে ফের ছড়িয়েছে উদ্বেগ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে পর্যন্ত সংবিধানের ৩৭০ ধারার জন্য বিশেষ মর্যাদা ভোগ করত জম্মু-কাশ্মীর৷ একইভাবে নাগাল্যান্ড-সহ উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিও ৩৭১ ধারার ফলে বিশেষ কিছু সুবিধা পায়৷ তাই ৩৭০ ধারা বিলুপ হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে সেখানের মানুষের মধ্যে৷ ফলে নাগা জাতীয় পতাকা উত্তোলন একপ্রকার বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে৷                   

[আরও পড়ুন: পরিবেশ রক্ষায় নজর মোদির, গান্ধী জয়ন্তীতে সূচনা হবে প্লাস্টিক বিরোধী কমর্সূচির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement