Advertisement
Advertisement

Breaking News

Delhi

উপকারের প্রতিদান! মণিপুরী দম্পতির উপর নৃশংস অত্যাচার, চলল এলোপাথাড়ি লাথি-ঘুসি  

অজ্ঞাত দুষ্কৃতীদের খোঁজে পুলিশ।

Manipur Couple Kicked and Punched By Group In Delhi | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:December 2, 2023 4:34 pm
  • Updated:December 2, 2023 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই মণিপুরী (Manipur) মহিলার উপর অকথ্য নির্যাতন দিল্লির (Delhi) রাস্তায়। মহিলাদের সঙ্গে ছিলেন দুই ব্যক্তি, তাঁদের উপরেও অত্যাচার চালাল ৮ জনের একটি দল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দক্ষিণপূর্ব দিল্লির সানলাইট কলোনি এলাকায়। ওই সময় এক স্থানীয় বাসিন্দা ব্যালকনি থেকে গোটা ঘটনা মোবাইলবন্দি করেন। পরে তা সোশাল মিডিয়ায় পোস্ট করলে চাঞ্চল্য তৈরি হয়।

শুক্রবার অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। এফআইআরে যৌন হেনস্তারও অভিযোগ আনা হয়েছে। মোবাইল ক্যামেরার পাশাপাশি প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে দুই দুষ্কৃতীর মুখ স্পষ্ট দেখা গিয়েছে বলে দাবি। মোবাইল ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি, তাঁর স্ত্রী, বোন এবং পারিবারিক বন্ধু যুবককে ঘুসি, লাথি মারতে মারতে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement

 

[আরও পড়ুন: রোহিতদের হেডস্যর যখন দর্শক! ছেলের খেলা গ্যালারিতে বসে দেখছেন দ্রাবিড়]

ওই ব্যক্তি জানান, “রাত ১১টা নাগাদ বোন, স্ত্রী এবং আমি আমাদের এক বন্ধুকে তাঁর বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। রাস্তায় দুই যুবক এবং তাঁদের সঙ্গী তরুণী আমাদের জানায়, তাঁদের মোবাইলে চার্জ নেই। আমরা যদি ওঁদের জন্য ক্যাব বুক করে দিই। সেই সাহায্য যখন করছিলাম, তখনই আমার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এক যুবক। এর প্রতিবাদ করলে হামলে পড়ে আমাদের উপর। ফোন করে ৮-৯ জন বন্ধুকে ডাকে আনেন। তাঁরা আমাদের বেধড়ক মারতে শুরু করেন। মাটিতে ফেলে লাথি-ঘুসি চলতে থাকে।”

 

[আরও পড়ুন: শৈশবের রাজা-মন্ত্রী খেলাই অক্সিজেন জোগাত সুড়ঙ্গ বন্দি দশায়, বলছেন শ্রমিকরা]

ওই ব্যক্তির স্ত্রী বলেন, “ওরা আমাদের যেভাবে মারছিল, মনে হচ্ছিল মরেই যাব বুঝি।” পুলিশ জানিয়েছে, ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর চোখে, কপালে এবং হাঁটুতে চোট লেগেছিল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement