Advertisement
Advertisement

Breaking News

হেলিপ্যাডে গোলাগুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

কোনও ঝুঁকি না নিয়ে সোজা ইম্ফলে ফেরেন মুখ্যমন্ত্রী৷

Manipur CM Okram Ibobi escapes unhurt in Firing at Ukhrul
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 6:57 pm
  • Updated:October 24, 2016 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং৷ সোমবার উখরুল বিমানবন্দরে তিনি নামামাত্র তাঁকে লক্ষ্য করে গুলি চলানো হয়৷ যদিও অক্ষত অবস্থাতেই রাজধানীতে ফিরেছেন তিনি৷

এদিন উখরুল জিলা হাসপাতাল, পাওয়ার সাব-স্টেশনের উদ্বোধন-সহ ওই এলাকায় একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু উখরুল বিমানবন্দরে আচমকাই গোলাগুলির মধ্যে পড়েন তিনি৷ বিমানবন্দরে তাঁকে সরকারি তরফে স্বাগত জানানোর সময়ই গুলি ছুড়তে থাকে জঙ্গিরা৷ মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে গিয়ে মারাত্মক জখম হন মণিপুর রাইফেলের দুই জওয়ান৷ এরপরই ওই বিমানেই এলাকা ছাড়েন মুখ্যমন্ত্রী৷ কাছাকাছি আর একটি জায়গায় নামার পরিকল্পনা থাকলেও বিক্ষোভের জেরে বিমান অবতরণ করতে পারেনি৷ এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে সোজা ইম্ফলে ফেরেন মুখ্যমন্ত্রী৷ বাতিল করা হয় তাঁর সমস্ত কর্মসূচি৷ ফিরেই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন তিনি৷

Advertisement

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল উখরুল এলাকা৷ আজ সেখানেই মুখ্যমন্ত্রী পৌঁছলে আগুনে ঘি পড়ে৷ মাত্র একদিন আগেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলে, মণিপুরের আইন-শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে৷ ঠিক তারপর তাঁর উপরই নেমে এল এই আক্রমণ৷ ন্যাশলান সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের সদস্যরাই মুখ্যমন্ত্রীর উপর এই হামলা চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement