সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার হিংসার জেরে পদত্যাগ করতে চলেছেন মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বিরেন সিং (N Biren Singh)। শুক্রবার সকাল থেকেই এই গুঞ্জন ছিল উত্তর-পূর্বের রাজ্যে। দু’মাস ধরে উত্তপ্ত মণিপুরের দায়িত্ব সামলাতে না পেরে তিনি মসনদ ছাড়ছেন তিনি, এমনটাই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সত্য়িই ইস্তফাপত্র নিয়ে রাজ্যপালের কাছে রওনাও দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু দিনভর ‘নাটক’শেষে পদত্যাগ আর করা হল না তাঁর।
রাজ্যের এক সিনিয়র মন্ত্রী জানিয়েছেন, জনতার চাপে পড়ে মতবদল করেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিরেন সিংয়ের ইম্ফলের বাড়ির বাইরে জনতার বিপুল ভিড় দেখা গিয়েছিল। যাঁরা মানবশৃঙ্খল রচনা করে মুখ্যমন্ত্রীকে বাধা দেয়। সকলেই চাইছিলেন যেন সিদ্ধান্ত ফিরিয়ে নেন বিরেন। ছিঁড়ে দেওয়া হয় ইস্তফাপত্রটিও। শেষ পর্যন্ত মতবদল করেন বিরেন সিং।
প্রসঙ্গত, জনজাতি সংঘর্ষের জেরে গত দু’মাস ধরে উত্তপ্ত মণিপুর। ইতিমধ্যেই সেখানে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন কেটে গেলেও কেন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তা নিয়ে আলোচনাও হয়। শোনা যাচ্ছে, তার পরেই বিরেনের সামনে দু’টি বিকল্প রাখা হয়। সাফ জানিয়ে দেওয়া হয়, বিরেনকে ইস্তফা দিতে হবে। তা না হলে কেন্দ্রের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে দিতে হবে। সেই দাবি মেনেই এদিন ইস্তফা দিতে যান তিনি। কিন্তু শেষপর্যন্ত তা আর দেওয়া হল না তাঁর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.