Advertisement
Advertisement

Breaking News

জ্বলছে মণিপুর, ইম্ফলে জারি কারফিউ

নাগা সন্ত্রাসের জেরে স্তব্ধ মোবাইল, ইন্টারনেট পরিষেবাও৷

Manipur burns, curfew imposed prevent violence
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 19, 2016 8:50 am
  • Updated:December 19, 2016 9:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগা সন্ত্রাসের জেরে উত্তপ্ত মণিপুর৷ একের পর এক সন্ত্রাসের জেরে অনির্দিষ্ট কালের জন্য পূর্ব ইম্ফলে জারি করা হল কারফিউ৷ ইউনাইটেড নাগা কাউন্সিলের অথনৈতিক অবরোধে বিক্ষুব্ধ নাগরিকরা রবিবারের দুপুরে প্রতিবাদে সরব হন৷ একাধিক গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷ ভাঙচুরও চালানো হয়৷ একটি বাসকে নদীতে ফেলে দেওয়া হয়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি৷

অভিযোগ, বৃহস্পতিবারে নাগারামে তিনটি বিস্ফোরণ ঘটায় মণিপুরের বিক্ষুব্ধ নাগা সম্প্রদায়৷ মণিপুরের প্রাচীনতম নাগা অধ্যুষিত ব্যাপটিস্ট গির্জায় হামলার পরই উত্তেজনা ছড়ায়৷ এরপরই রাজ্য মন্ত্রিসভার তরফে মোবাইল-ইণ্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কোনও গুজব না ছড়ায়, সেবিষয়েও সতর্ক করা হয়৷ চলতি সপ্তাহেই সন্ত্রাসবাদী হামলা হয়েছে মণিপুরের নিরাপত্তারক্ষীদের উপরে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে৷

Advertisement

নভেম্বর থেকেই মণিপুরের নাগা আদিবাসীরা (ইউনাইটেড নাগা কাউন্সিল) অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে জাতীয় সড়কে৷ এর ফলে জরুরি দ্রব্যের চাহিদা বাড়ছে৷ একইসঙ্গে বাড়ছে দামও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গেই জ্বালানি ও ওষুধের দামও বেড়ে গিয়েছে৷ এদিকে, হামলার পর সন্দেহের তির সরাসরি এনএসসিএন-আইএম গোষ্ঠীর দিকেই৷ রাজ্য সরকারের তরফে মণিপুরকে আরও সাতটি জেলায় ভাগ করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই একের পর এক হিংসাত্মক ঘটনা, আর্থিক অবরোধ ও সন্ত্রাসের শুরু৷ নাগা গোষ্ঠীর অভিযোগ ছিল, সরকার নতুনভাবে জেলা ভাগ করার সিদ্ধান্ত কার্যকর করলে তাদের নিজেদের মাটি থেকে উৎখাত হতে হবে৷ অন্যদিকে প্রশাসনিক স্তরে নতুন চারটি জেলার উদ্বোধন হয়ে গিয়েছে৷

শুক্রবার ৭০ জন সন্দেহভাজন নাগা সন্ত্রাসবাদী তামেংলংয়ের আইআরবির পুলিশ পোস্টে হামলা চালায়৷ দুই পুলিশকর্মী গুরুতর জখম হন৷ নয়টি স্বয়ংক্রিয় অস্ত্র চুরি করে চম্পট দেয় তারা৷ অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে শামিল হয়ে নাগরিক সমাজের তরফে সারাদিনব্যাপী অবরোধের ডাক দেওয়ার পরই এই ঘটনাটি ঘটে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement