Advertisement
Advertisement

ভারতীয় রেলের জন্য নয়া শৌচালয়ের নকশা ছাত্রের

বিনোদ অ্যান্থনি টমাস নামে ওই ছাত্রের টয়লেটের নকশায় খুশি রেলের কর্তারাও৷

manipal-student-wins-prize-for-waterless-toilet-design-for-railways-
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 3:50 pm
  • Updated:June 17, 2016 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে স্বচ্ছ করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়৷ তা সমানভাবে নাগরিকেরও৷ ঠিক এই ধারণাটাই প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর স্বচ্ছ ভারত অভিযানের উদ্দেশ্যই ছিল সাধারণ নাগরিক যেন দেশকে স্বচ্ছ রাখার প্রক্রিয়ায় যোগ দেন৷ সে ডাকে সাড়া দিয়েই এবার রেলের জন্য অভিনব শৌচালয় বানাল এক  ছাত্র৷ বিনোদ অ্যান্টনি টমাস নামে ওই ছাত্রের টয়লেটের নকশায় খুশি রেলের কর্তারাও৷

রেলের টয়লেটে বর্জ্য নিষ্কাশনে প্রচুর জল ব্যবহৃত হয়৷ সে বর্জ্য গিয়ে পড়ে রেলের খোলার জায়গায়৷ নতুন মডেল তৈরি করতে গিয়ে এই ব্যাপারটিকে মাথায় রেখেছিলেন বিনোদ৷ প্রকাশ্যে নোংরা ফেলার অস্বাস্থ্যকর প্রক্রিয়াটিকে তিনি বদলে ফেলেন তাঁর নকশায়৷ কীভাবে তা সম্ভব হল? কমোডের ঠিক মাথায় একটি নতুন ‘হুইল’ যোগ করেন তিনি৷ যেটিকে ম্যানুয়ালি চালানো যায়৷ এই হুইল বর্জ্য পদার্থকে একটি বন্ধ পকেটের মধ্যে সংগ্রহ করে৷ সেটি একটি পাত্রে সংগৃহীত হয়৷ সেখানেই ‘ডিকম্পোজিশন’ প্রক্রিয়া চলারও ব্যবস্থা করা আছে৷ ঠিক এইভাবেই ফ্ল্যাশ করার ঝামেলা আর থাকছে না৷ নোংরা প্রকাশ্য জায়গাতেও পড়ছে না৷ এই মডেলই পছন্দ হয়েছে রেলের কর্তাদের৷

Advertisement

লখনউয়ের রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অরগানাইজেশনের আয়োজনে ছিল এই প্রতিযোগিতা৷ সেখানেই অংশ নিয়েছিলেন মনিপাল বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র৷ রেলের টয়লেটের বিকল্প মডেল চাওয়া হয়েছিল প্রতিযোগীদের থেকে৷ বিনোদের এই মডেল সেখানে দ্বিতীয় পুরস্কার পেয়েছে৷ তবে এই মডেলই রেলে কার্যকর হবে কি না, তা এখনও জানা যায়নি৷ তবে ছাত্রের তৈরি এই নকশা যে রেলের টয়লেটের ভোল পালটে দিতে পারে, তা বলাই যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement