Advertisement
Advertisement
Ram Mandir

‘রামলালার প্রাণপ্রতিষ্ঠায় সর্বেসর্বা মোদিই, এর মূল্য চোকাতে হবে’, খোঁচা কংগ্রেস নেতার

অধিকাংশ হিন্দু ধর্মের নামে ভোট দেয় না বলে দাবি মণিশংকর আইয়ারের।

Mani Shankar Aiyar slams PM on Ram Mandir Prana Pratishtha। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 13, 2024 6:41 pm
  • Updated:January 13, 2024 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) রামলালার প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে থাকবেন না চার শংকরাচার্য। এর মূল্য চোকাতে হবে মোদিকে। এমনই মন্তব্য করলেন কংগ্রেস (Congress) নেতা মণিশংকর আইয়ার।

ঠিক কী বলেছেন তিনি? মণিশংকরের কথায়, ”মোদি (PM Modi) যেভাবে ব্যক্তিগত ভাবে উপস্থিত থেকে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন, যেটির তীব্র আপত্তি জানিয়েছেন হিন্দুদের চার শীর্ষ ধর্মগুরু, তা তাঁকে সমস্যায় ফেলবে। এর মূল্য চোকাতে হবে।” সেই সঙ্গেই তিনি বলেন, ”অধিকাংশ হিন্দু, অন্তত ৫০ শতাংশ কখনওই হিন্দুত্বের জন্য ভোট দেয় না।”

Advertisement

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানিয়েছেন, চার শংকরাচার্য সেদিন থাকবেন না কেননা সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে এই অনুষ্ঠানে। তবে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ”আমাদের কারও বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই।” পাশাপাশি তাঁর দাবি, খুব তাড়াহুড়ো করে এই মন্দির উদ্বোধন হচ্ছে। তিনি বলেন, মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্রবিরুদ্ধ। এই পরিস্থিতিতে গেরুয়া শিবির তথা খোদ মোদিকেই খোঁচা কংগ্রেস নেতার।

[আরও পড়ুন: ৮ বছর ধরে নিখোঁজ বায়ুসেনার বিমান, অবশেষে মিলল সন্ধান!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement