Advertisement
Advertisement
মানেকা

‘ভোট না দিলে চাকরিও দেব না’, মানেকা গান্ধীর মন্তব্যে চরম বিতর্ক

কেন্দ্রীয় মন্ত্রীকে তুলোধোনা বিরোধীদের।

Maneka Gandhi threatened a group of Muslims to vote for her
Published by: Subhajit Mandal
  • Posted:April 12, 2019 9:32 pm
  • Updated:April 17, 2019 1:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যালঘুদের বিরুদ্ধে বিজেপির বিমাতৃসুলভ আচরণের অভিযোগ নতুন কিছু নয়। সেই অভিযোগে নতুন মাত্রা যোগ করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। প্রচারে গিয়ে সাফ জানিয়ে দিলেন, “মুসলিমরা যদি আমাকে ভোট না দেন, তাহলে তাদের কোনও কাজ করার আগে ভেবে দেখতে হবে।” সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই বক্তব্য ভাইরাল হয়েছে।

[আরও পড়ুন: ‘ভোট না দিলে অভিশাপ দেব’, ভোটারদের ভয় দেখাচ্ছেন সাক্ষী মহারাজ]

এবারে নিজের কেন্দ্র পিলভিট থেকে লড়ছেন না মানেকা। তিনি লড়ছেন ছেলে বরুণ গান্ধীর সুলতানপুর কেন্দ্র থেকে। এই কেন্দ্রে লড়াইটা পিলভিটের থেকে অনেকটাই কঠিন। তাই মুসলিম ভোটারদেরও সমর্থন প্রয়োজন হবে তাঁর। সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে গিয়েই বিপাকে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মুসলিম ভোটারদের উদ্দেশ্য রীতিমতো কড়া বার্তা দিচ্ছেন মানেকা। তাঁর সাফ কথা, ‘আমি যদি আপনাদের সমর্থন ছাড়া জিতি, তাহলে আপনারা যখন কাজ চাইতে আসবেন তখন আমাকেও ভাবতে হবে।’

Advertisement

[আরও পড়ুন: মোদির বিরুদ্ধে ভোটে লড়বেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কারনান]

ঠিক কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? ভিডিওতে দেখা যাচ্ছে, মানেকা বলছেন, “মানুষের ভালবাসায় আমি জিতবই। কিন্তু, আমার জয় যদি মুসলমানদের সমর্থন ছাড়া হয়, তাহলে আমার খুব একটা ভাল লাগবে না। কারণ, আপনাদের ভোটটা না পেলে মনটা তেতো হয়ে যাবে। এরপর যখন আপনারা কাজ চাইতে আসবেন, আমাকেও ভাবতে হবে আপনাদের কাজ দেওয়ার আগে। আসলে চাকরিটাও তো একটা ব্যবসা। আমরা তো সবাই মহাত্মা গান্ধীর সন্তান নই যে আপনাদের দিয়েই যাব আর আপনারা ভোটটা আমাদের বিরুদ্ধেই দেবেন, তা তো হয় না। এই জয় আপনাদের ছাড়াও হবে। আর এটা সবাইকে বুঝিয়ে দেবেন।”

মানেকার এই বক্তব্যকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তাঁরা বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী আরও একবার প্রমাণ করলেন, বিজেপি সংখ্যালঘুদের বিরোধী। কেউ কেউ আবার তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলছেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement