সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির পুনরায় তৈরি হওয়া নিয়ে বিতর্কের আবহেই তা তৈরির ঘোষণা করে ফেললেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। তাঁর দাবি, যে কোনও মূল্যেই অযোধ্যাতেই রাম মন্দির তৈরি করবে বিজেপি।
[ তিন তালাক পেয়ে মোদির দ্বারস্থ গর্ভবতী মুসলিম মহিলা ]
সম্প্রতি এই বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে। যদিও বিনয় কাটিয়ার তাঁর আগের অবস্থানে অনড়। উত্তরপ্রদেশ নির্বাচনের আগেই তিনি জানিয়েছিলেন, নির্বাচনের সঙ্গে রাম মন্দির তৈরির কোনও সম্পর্ক নেই। কেননা এটি একটি পৃথক আন্দোলন। এবং তাঁর দাবি ছিল রাম মন্দির তৈরি হবেই। ঠিক সে কথাই তিনি বললেন এখনও। যদিও উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পরে রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি দু’পক্ষই রাজি থাকে তবে নিরপেক্ষ মধ্যস্থতাকারী নিয়োগ করা হতে পারে। যদিও এখনও এ ব্যাপারে কোনও ফয়সালায় পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু যোগীরাজ শুরু হওয়ার পর থেকেই রাম মন্দির তৈরি নিয়ে বেশ প্রত্যয়ী গেরুয়া শিবির। কেননা বিজেপির নির্বাচনী প্রচারেও ছিল রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি। আর তাই সে প্রতিশ্রুতি পূরণেরই অপেক্ষা করছেন সমর্থকরা। একধাপ এগিয়ে আজ বিনয় কাটিয়ার একরকম ঘোষণাই করে দিলেন যে, যে কোনও মূল্যে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করবেই বিজেপি। তাঁর এহেন প্রত্যয়ী ঘোষণার পর মন্দির তৈরি যে স্রেফ সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন বহু সমর্থক।
Hum har halat mein wahan mandir (Ram temple in Ayodhya) banayenge: Vinay Katiyar, BJP pic.twitter.com/6wo4yuT4ZH
— ANI UP (@ANINewsUP) March 29, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.