সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড (COVID-19) পরিস্থিতিতে দেশের মধ্যে এবং দেশের বাইরে যাতায়াতের ক্ষেত্রে একগুচ্ছ নিয়মকানুন মেনে চলতে হচ্ছে। নয়া স্ট্রেন ওমিক্রনের চোখরাঙানির মধ্যে সংক্রমণ রুখতে বিধির বাঁধনের শেষ নেই। মঙ্গলবার আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করল ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (ICMR)। আগেই বিদেশ ফেরত যাত্রীদের জন্য নিয়মবিধি জারি হয়েছিল। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে তা চালু হয়ে গেল। একঝলকে দেখে নিন, বিদেশ (Foreign)থেকে ফিরলে আজ থেকেই কী কী নিয়ম মেনে চলতে হবে।
অন্যদিকে, আন্তঃরাজ্য (Inter State) ভ্রমণের ক্ষেত্রে নিয়ম বদল হল আজ থেকে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে আর RT-PCR পরীক্ষার দরকার নেই। কোনও কোভিড রিপোর্ট ছাড়াই যাতায়াত করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.