সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেনের মধ্যে ২০ বছরের কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে শুধু ট্রেনে ওই ছাত্রীকে যৌন হেনস্তাই নয়, একই দিনে রেল স্টেশনে আরও চার মহিলাকে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে বছর চল্লিশের ওই ব্যক্তির বিরুদ্ধে। যে ঘটনার সিসিটিভি ফুটেজ ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। উঠেছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে রেল পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তর নাম নওয়াজু করিম শেখ। ট্রেনের ভিতর এক কলেজ ছাত্রীর শরীরে অশালীন ভাবে নিজের যৌনাঙ্গ স্পর্শ করায় সে। তারপর সকলের সামনেই ওই তরুণীকে ধাক্কা দেয়। এখানেই শেষ নয়, ছত্রপতি শিবাজি স্টেশনেও চার মহিলার সঙ্গে অশ্লীল কাণ্ড কারখানা করতে দেখা গিয়েছে করিম শেখকে। একটি ফুটেজে যেমন দেখা যাচ্ছে, এক মহিলাকে কনুইয়ের খোঁচা মারছে সে। আবার আরেক মহিলার গায়ে আপত্তিকর ভাবে হাত দিচ্ছে। অভিযুক্ত আরও দুই মহিলার গায়ে হাত দিতেই অস্বস্তি বোধ করে সেখান থেকে তড়িঘড়ি চলে যেতে দেখা যায় তাঁদের। কিন্তু এখনও পর্যন্ত এ ঘটনায় ওই চারজনের মধ্যে কোনও মহিলাই অভিযোগ দায়ের করেননি।
It is a shocker! Nawazu Karim Sheikh (40), the man who allegedly sexually assaulted a student in a local train on Wednesday, had accosted and brushed past, in an obscene manner, several other women in full public view on platform no. 1 of CST on same day @fpjindia pic.twitter.com/5f7zn20kcJ
— Kamal Mishra (@Yourskamalk) June 16, 2023
রেলের তরফে জানানো হয়েছে, গত বুধবার ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে মসজিদ স্টেশনে যাওয়ার সময় ট্রেনে এক কলেজ ছাত্রীকে যৌন হেনস্তা করে করিম শেখ। ওই কামরায় একাই ছিলেন তরুণী। কিন্তু বাড়ির পথে যাওয়ার সময় যৌন হেনস্তার শিকার হতে হয় তাঁকে। এই ঘটনায় ওই ছাত্রী থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। তাতেই অভিযুক্তর আরও কুকীর্তির ঘটনা প্রকাশ্যে আসে। গ্রেপ্তারও করা হয় করিম শেখকে। তবে ট্রেন ও এমন জনবহুল স্টেশনে এমন অশ্লীলতার ঘটনা প্রকাশ্যে আসায় মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.