Advertisement
Advertisement

Breaking News

Lynching Murder

ফের নৃশংসতার সাক্ষী দিল্লি! গণপিটুনির পর মাথা থেঁতলে খুন যুবক, গুরুতর জখম আরও এক

ভাইরাল সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু পুলিশের, গ্রেপ্তার রমজান আলি নামে এক।

Man was beaten to death and another severely injured in Sangam Vihar, Delhi, CCTV footage goes viral | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:December 24, 2021 10:00 am
  • Updated:December 24, 2021 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নৃশংস ঘটনা রাজধানীর বুকে। বেদম গণপ্রহারের জেরে মৃত্যু হল এক যুবকের। পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। আরও একজন গুরুতর জখম। দিল্লির (Delhi)সঙ্গমবিহারের এই নৃশংস কাণ্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল (Viral)। তার ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রমজান আলি নামে এক ব্যক্তিকে। সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চালাচ্ছেন তদন্তকারীরা। রাজধানীর বুকে এই ঘটনা ঘিরে ফের তুমুল সমালোচনা নানা মহলে।

ভাইরাল (Viral) হওয়া ভিডিও ফুটেজ পরীক্ষা করে পুলিশ ঘটনার একটা প্রাথমিক বিবরণ পেয়েছে। জানা গিয়েছে, গত সোমবার রাতে সঙ্গমবিহারে (Sangam Vihar)দুই যুবক – যতীন এবং পঙ্কজ বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি সেরে নিজেদের বাড়ি ফিরছিল। দু’জনেরই বয়স একুশের মধ্যে। রাস্তায় আচমকাই তাঁদের ঘিরে ধরে জনা আটেক যুবক। এরপর আচমকাই চলে হামলা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই ২ জনকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি মারছে অভিযুক্তরা। এরপর রাস্তার ধারে পড়ে থাকা পাথর দিয়ে তাঁদের মাথা থেঁতলে দেওয়া হয়। এরপর ঘটনাস্থল থেকে পালানোর আগে দু’জনকে রাস্তার পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়। আরও অভিযোগ, এঁদের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়েও নিয়েছে অভিযুক্তরা।

[আরও পড়ুন: ওমিক্রনের জন্য পিছিয়ে দিন উত্তরপ্রদেশের ভোট, প্রধানমন্ত্রীর কাছে আরজি এলাহাবাদ হাই কোর্টের]

পুলিশ যখন সঙ্গমবিহারের এই গণপ্রহারের (Lynching) খবর পায় তখন মঙ্গলবার দুপুর গড়িয়ে গিয়েছে। অর্থাৎ ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর। হামলার মুখে পড়া পঙ্কজ কুমার নামে এক ব্যক্তিই জখম অবস্থায় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। গণপিটুনি ও ডাকাতির অভিযোগ দায়ের করা হয় প্রাথমিকভাবে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে আরেকজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠায়। ততক্ষণে অবশ্য যতীন নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। পঙ্কজ জখম অবস্থায় AIIMS-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। এরপর গণপিটুনিতে হত্যার অভিযোগে নতুন করে মামলা দায়ের করে পুলিশ।

[আরও পড়ুন: অস্তিত্বরক্ষায় হাতে অস্ত্র তুলে নিক হিন্দুরা, হরিদ্বারে ‘ধর্ম সংসদে’ গণহত্যার উসকানি!]

ঘটনার কথা বিস্তারিত জানিয়েছেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হর্ষ বর্ধন মান্ডব্য। তিনি জানান, ৩০২ ধারা অর্থাৎ সরাসরি খুনের অভিযোগে ৮ বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে নেমে রমজান আলি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement