Advertisement
Advertisement
মোদি

MAN VS WILD: মোদির অনুষ্ঠান থেকে অর্জিত টাকা দেশের কোন কাজে লাগবে জানেন?

পরিবেশ সংরক্ষণের কাজে তা ব্যয় করা হবে বলে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর৷

Man Vs Wild broadcasting revenue wil be spend on tigers, Ganga
Published by: Sucheta Sengupta
  • Posted:August 13, 2019 6:10 pm
  • Updated:August 13, 2019 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকের শেষ নেই পৃথিবীতে৷ কেউ বলছেন, প্রধানমন্ত্রীর জলে-জঙ্গলে অভিযান নিছকই যাকে বলে পাবলিসিটি স্টান্ট৷ আবার কেউ বলছেন, বন্যপ্রাণ ভালবাসেন বলে এমন ভূমিকায় তাঁকে দেখা গেল৷ ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’এ বিয়ার গ্রিলসের সঙ্গে নরেন্দ্র মোদির যৌথ সঞ্চালনা নিয়ে এই মুহূর্তে সরগরম প্রায় গোটা দেশ৷ সকলেই কমবেশি এনিয়ে আলোচনা করছেন৷ কিন্তু শুধুই কি জনপ্রিয়তা টানা কিংবা মনের টানে এই শোয়ে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী?

[ আরও পড়ুন: Man Vs Wild: ছোটবেলায় কুমির ধরার গল্প শোনালেন বন্যপ্রাণপ্রেমী মোদি ]

আসল উত্তরটা মিলল শো সম্প্রচারিত হওয়ার পরেরদিন৷ ডিসকভারি কর্তৃপক্ষের এমন বড় প্রজেক্টে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার পিছনে মহৎ উদ্দেশ্য রয়েছে বটে৷ ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানটি পৃথিবীজুড়ে সম্প্রচারিত হয়৷ তা থেকে বিপুল অঙ্কের আয় হয়৷ এই পর্বের অনুষ্ঠান থেকে যে অর্থ পাওয়া যাবে, তার সবটাই জমা পড়বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে৷ যা পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে৷ প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, অনুষ্ঠানে বন্যপ্রাণ সংরক্ষণ সংক্রান্ত দুটি চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল৷ দুর্গম অরণ্যে পদযাত্রা এবং খরস্রোতা নদীতে ছোট ডিঙি চেপে যাতায়াত৷ দুটি চ্যালেঞ্জই বিয়ার গ্রিলসকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী খুব ভালভাবেই উতরে গিয়েছেন৷

Advertisement

modi-bear-grylls_N

ডিসকভারি চ্যানেলের তরফে জানানো হয়েছে, বন্যপ্রাণ সংরক্ষণে ভারতের ভূমিকা বিশ্বের সামনে তুলে ধরাই ছিল এই শোয়ের মূল লক্ষ্য৷ এখান থেকে আসা অর্থ কেন্দ্রের ‘নমামী গঙ্গে’ প্রকল্প অর্থাৎ গঙ্গা দূষণ রোধ এবং ‘ব্যাঘ্র বাঁচাও’ প্রকল্পে ব্যবহার করা হবে৷ সম্প্রতি বিশ্ব ব্যাঘ্র দিবসে দেশের জাতীয় পশুর রক্ষণাবেক্ষণে বিশেষ ভূমিকা গ্রহণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি৷ তথ্য-পরিসংখ্যান দিয়ে তাঁর দাবি ছিল, বিগত বছরগুলোর তুলনায় দেশে বাঘের সংখ্যা বেড়েছে৷ তবে তাদের সংরক্ষণে আরও উদ্যোগী হওয়া দরকার৷ আর এই অনুষ্ঠানের মাধ্যমে সেই কাজের অনেকটা অর্থ মিলবে৷ ২০১৪-এ মোদি বারাণসী থেকে জেতার পরই গঙ্গাদূষণ রোধে ‘নমামী গঙ্গে’ প্রকল্প গ্রহণ করেছিল কেন্দ্র৷ সেই প্রকল্প চালিয়ে নিয়ে যেতেও এই অর্থ অনেকাংশ সাহায্য করবে৷   

[ আরও পড়ুন: কেরলের বন্যা দুর্গতদের জন্য এই যুবক যা করলেন জানলে কুর্নিশ করবেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement