Advertisement
Advertisement

Breaking News

flight

মাঝ আকাশে ফের হইচই! বিমানে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ, কী হাল হল মদ্যপ ব্যক্তির?

সাম্প্রতিককালে বিমান যাত্রীদের নানা কর্মকাণ্ডের কথা উঠে এসেছে শিরোনামে।

Man urinates on fellow passenger on flight, held | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 24, 2023 9:37 pm
  • Updated:April 24, 2023 9:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীর কাণ্ডকারখানায় আবারও শোরগোল মাঝ আকাশে। এবার সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানে ঘটেছে এই ঘটনা। নিউ ইয়র্ক থেকে দিল্লির দিকে রওনা হয়েছিল বিমানটি। বিমান কর্মীদের দাবি, অভিযুক্ত যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। এবং সেই অবস্থাতেই সহযাত্রীর সঙ্গে বচসায় জড়ান তিনি। এরপরই মেজাজ হারিয়ে তাঁর গায়ে মূত্রত্যাগ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।

Advertisement

[আরও পড়ুন: ‘উত্তর-পূর্বের রাজ্য, গোয়ার মতো কেরলেও ক্ষমতা দখল করবে বিজেপি’, বার্তা ‘আত্মবিশ্বাসী’ মোদির]

আমেরিকান বিমান সংস্থাটির তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, বিমানে ওই ব্যক্তি অভব্য আচরণ করেছেন এবং সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন। এ খবর পাওয়ার পরই উপযুক্ত পদক্ষেপ করা হয় সংস্থার তরফে। সোমবার সকাল ৯টা নাগাদ বিমান অবতরণের পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে নেওয়া হয়। এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও জানান ওই সহযাত্রী। যদিও এয়ারপোর্টের ডেপুটি কমিশনার দেবেশ কুমার মাহলার দাবি, সহযাত্রীর থেকে এমন কোনও অভিযোগ তাঁরা পাননি।

তবে এই প্রথম নয়। সাম্প্রতিককালে যাত্রীদের নানা কর্মকাণ্ডের কথা উঠে এসেছে শিরোনামে। কখনও সহযাত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে তো কখনও বিমান কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানের সিটে যাত্রীর মূত্রত্যাগ নিয়েও তীব্র বিতর্ক হয়েছিল। এবার আমেরিকান এয়ার লাইন্সেও একই ঘটনা ঘটল।

[আরও পড়ুন: দু’দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চা বাগান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement