সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভদকার বোতলে (Vodka Bottle) ঠাকুরের প্রদীপ জ্বালানোর তেল রেখেছেন মা। এমন ছবি পোস্ট করা হয়েছিল সাগর নামের এক টুইটার প্রোফাইল থেকে। তা নিয়ে জোর তরজা নেটদুনিয়ায়। কেউ হাসি-মশকরায় মেতেছেন, কেউ আবার এমন কাজের সমালোচনা করেছেন।
১৭ মার্চের সকালে ছবিটি টুইটারে পোস্ট করেন সাগর। যেখানে ছোট্ট একটি ভদকার বোতলে তেল রাখা হয়েছে। পুজোর সময় সম্ভবত ঠাকুরের প্রদীপ জ্বালাতেই তেলটি রাখা হয়েছিল। পাশে সুপুড়ি এবং সলতেও রাখা রয়েছে।
নিজের পোস্টের ক্যাপশনে সাগর লেখেন, “এই পুজোয় প্রায় এক ডজন পরিবারের সদস্য ছিলেন। সকলের সামনে আমাকে বিব্রত করার সম্পূর্ণ বন্দোবস্ত করে রেখেছেন আমার মা।”
In a pooja attended by a dozen family members, my Mother made sure I am embarassed thoroughly. pic.twitter.com/FtX3j1NPDk
— Sagar (@sssaaagar) March 17, 2022
সাগরের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কয়েকজন ছবি দেখে বিস্তর হাসি-মশকরা করেছেন। অনেকে আবার নিজেদের এমন অভিজ্ঞতা শেয়ার করেছেন কমেন্টবক্সে। কিন্তু কয়েকজনের আবার এমন পোস্ট মোটেও পছন্দ হয়নি। ছবির পাশাপাসি তার ক্যাপশন নিয়েও আপত্তি তুলেছেন অনেকে।
এঁদেরই একজন উমেশ। টুইটার (Twitter) প্রোফাইলে তিনি লেখেন, “দুর্ভাগ্যজনকভাবে ওনাকে (সাগরের মা) দোষ দিয়ে আপনি মোটেও ভাল কাজ করছেন না। তিনি ইংরাজি না বুঝেই এমন কাজ করে ফেলেছেন বলে আপনার পাশে দাঁড়ানো উচিত ছিল। ” বোতলের রাখা তেল গোমূত্রের মতো দেখতে লাগছে বলেও জানান উমেশ। তাঁর এই মন্তব্যের জবাবে আবার সাগর লেখেন, “আমি কখন মাকে দোষ দিলাম ভাই, উনি আমার স্বভাব জানেন। উনি নির্দিষ্ট কারণেই এমনটা করেছেন। খুব বেশি পড়ে ফেলবেন না। “
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.