Advertisement
Advertisement

Breaking News

ভদকার খালি বোতলে ঠাকুরের প্রদীপ জ্বালানোর তেল! নেটিজেনের ছবি ঘিরে বিতর্ক

ছবি দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

Man tweets photo of Pooja at some by telling the story of his Embarrassment | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 22, 2022 1:02 pm
  • Updated:March 22, 2022 1:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভদকার বোতলে (Vodka Bottle) ঠাকুরের প্রদীপ জ্বালানোর তেল রেখেছেন মা। এমন ছবি পোস্ট করা হয়েছিল সাগর নামের এক টুইটার প্রোফাইল থেকে। তা নিয়ে জোর তরজা  নেটদুনিয়ায়। কেউ হাসি-মশকরায় মেতেছেন, কেউ আবার এমন কাজের সমালোচনা করেছেন। 

Vodka-Bottle-pic

Advertisement

১৭ মার্চের সকালে ছবিটি টুইটারে পোস্ট করেন সাগর। যেখানে ছোট্ট একটি ভদকার বোতলে তেল রাখা হয়েছে। পুজোর সময় সম্ভবত ঠাকুরের প্রদীপ জ্বালাতেই তেলটি রাখা হয়েছিল। পাশে সুপুড়ি এবং সলতেও রাখা রয়েছে। 

[আরও পড়ুন: উপপ্রধান খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট, আগুনে পুড়ে মৃত ১২, অধিকাংশই মহিলা]

নিজের পোস্টের ক্যাপশনে সাগর লেখেন, “এই পুজোয় প্রায় এক ডজন পরিবারের সদস্য ছিলেন। সকলের সামনে আমাকে বিব্রত করার সম্পূর্ণ বন্দোবস্ত করে রেখেছেন আমার মা।”

সাগরের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কয়েকজন ছবি দেখে বিস্তর হাসি-মশকরা করেছেন। অনেকে আবার নিজেদের এমন অভিজ্ঞতা শেয়ার করেছেন কমেন্টবক্সে। কিন্তু কয়েকজনের আবার এমন পোস্ট মোটেও পছন্দ হয়নি। ছবির পাশাপাসি তার ক্যাপশন নিয়েও আপত্তি তুলেছেন অনেকে। 

এঁদেরই একজন উমেশ। টুইটার (Twitter) প্রোফাইলে তিনি লেখেন, “দুর্ভাগ্যজনকভাবে ওনাকে (সাগরের মা) দোষ দিয়ে আপনি মোটেও ভাল কাজ করছেন না। তিনি ইংরাজি না বুঝেই এমন কাজ করে ফেলেছেন বলে আপনার পাশে দাঁড়ানো উচিত ছিল। ” বোতলের রাখা তেল গোমূত্রের মতো দেখতে লাগছে বলেও জানান উমেশ। তাঁর এই মন্তব্যের জবাবে আবার সাগর লেখেন, “আমি কখন মাকে দোষ দিলাম ভাই, উনি আমার স্বভাব জানেন। উনি নির্দিষ্ট কারণেই এমনটা করেছেন। খুব বেশি পড়ে ফেলবেন না। “

Vodka Bottle Comment

[আরও পড়ুন: ট্যাংরার পর নিউ আলিপুর, রঙের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক এলাকায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement