Advertisement
Advertisement
Online scam

রেলের টিকিট বাতিল করতে গিয়ে প্রতারকের পাল্লায়! ৪ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

চোখের নিমেষে এভাবে টাকা খুইয়ে ভেঙে পড়েছেন তিনি।

Man trying to cancel train tickets ends up losing Rs 4 lakh in online scam। Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Biswadip Dey
  • Posted:August 12, 2023 8:23 pm
  • Updated:August 12, 2023 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমেই যেন বিস্তৃত হচ্ছে অনলাইন প্রতারণার জাল। এবার স্রেফ নিজের টিকিট বাতিল করতে গিয়েই ৪ লক্ষ টাকা খোয়ালেন ৭৮ বছরের এক বৃদ্ধ। তিনি আসলে আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে পড়েছিলেন জাল ওয়েবসাইটের পাল্লায়। আর তাতেই ঘটে গেল সর্বনাশ। এর পিছনে রয়েছেন রেলকর্মী সাজা এক প্রতারক।

কী হয়েছিল? মহম্মদ বসির নামের এক কেরলের কোঝিকোড়ের বাসিন্দা চেষ্টা করছিলেন তাঁর টিকিটটি ক্যানসেল করতে চাইছিলেন। এই সময় একটি ফোন পান তিনি। ফোনের ওপারের ব্যক্তি নিজেকে রেলকর্মী বলে পরিচয় দেন। তিনি হিন্দি ও ইংরেজি দুই ভাষা মিলিয়ে কথা বলছিলেন। তিনি ওই বৃদ্ধকে নির্দেশ দিতে থাকেন। না বুঝেই তাঁর ফাঁদে পা দেন বসির। এরপর তাঁর ফোনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন প্রতারক।

Advertisement

[আরও পড়ুন: Durand Cup Derby Live: যুবভারতীতে শাপমুক্তি, সাড়ে চার বছর পর ডার্বির রং লাল-হলুদ]

এখানেই শেষ নয়। ভুল করে নিজের এটিএম কার্ড নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণও তাঁকে দেন তিনি। এরপরই ওই প্রতারক বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৫ হাজার ৯১৯ টাকা তুলে নেন। ওই টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা ছিল। স্বাভাবিক ভাবেই এমন ঘটনার পর হতভম্ব হয়ে যান তিনি। টাকা তোলার মেসেজ পেতেই দ্রুত ব্যাংকে যোগাযোগ করার চেষ্টা করলেও সেই চেষ্টা ভেস্তে দেন প্রতারক। পরে পুলিশে যোগাযোগ করেন তিনি। খবর দেন ব্যাংকে। তদন্ত শুরু হলেও এখনও খোঁজ মেলেনি প্রতারকের।

[আরও পড়ুন: বিজেপি নেত্রীকে খুন করে নদীতে ভাসিয়ে দিলেন স্বামী! অপরাধ কবুল অভিযুক্তর, দাবি পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement