Advertisement
Advertisement

Breaking News

Giriraj Singh

জনতার দরবারে গিরিরাজকে ঘুসি যুবকের! ‘বিরোধী ষড়যন্ত্র’ দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী

অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man Tries To Punch Minister Giriraj Singh During Public Event In Bihar
Published by: Amit Kumar Das
  • Posted:August 31, 2024 9:12 pm
  • Updated:August 31, 2024 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের লোকসভা কেন্দ্রে জনতার দরবারে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মন্ত্রীর দিকে ঘুসি বাগিয়ে তেড়ে এলেন এক যুবক। যদিও হামলা হওয়ার আগেই যুবককে পাকড়াও করল নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছেন গিরিরাজ।

জানা গিয়েছে, শনিবার নিজের লোকসভা কেন্দ্র বেগুসরাইয়ের বালিয়ায় ‘জনদরবার’-এর আয়োজন করেছিলেন গিরিরাজ সিং। সেই সময় হঠাৎ সেখানে উপস্থিত হন এক যুবক। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাইক হাতে গিরিরাজ প্রসঙ্গে উলটো পালটা মন্তব্য করতে থাকেন তিনি। বিজেপি নেতৃত্বরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি গিরিরাজের দিকে ছুটে গিয়ে তাঁকে ঘুসি মারার চেষ্টা করেন। যদিও তার আগেই নিরাপত্তারক্ষীরা অভিযুক্তকে আটকে দেয়। এবং পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম মহম্মদ সোফি। তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য বলেও জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ২ রাজ্যে বিধানসভা নির্বাচন, প্রচার ফেলে আমেরিকা সফরে রাহুল গান্ধী!]

এদিকে হামলার ঘটনার পর গিরিরাজ বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। হতে পারে হামলাকারীর চেহারা দেখার পর তাঁর সমর্থনে এগিয়ে আসবেন তেজস্বী, অখিলেশরা। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।’ পাশাপাশি গিরিরাজ ঘনিষ্ঠদের দাবি, হামলার চেষ্টা হলেও বর্তমানে সুস্থই রয়েছেন মন্ত্রী। ঘটনার পর তাঁর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বিজেপির দাবিতে সায় কমিশনের, পিছিয়ে গেল হরিয়ানার ভোট]

পাশাপাশি ঘটনার পর বিরোধীদের বিরুদ্ধে সরব হয়ে গিরিরাজ বলেন, “গিরিরাজ সিং এই ধরনের লোকেদের ভয় পায় না। পাশাপাশি বিহারের ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওরা জমি হাতানোর অভিযান শুরু করেছে। যেখানে ইচ্ছে জমি হাতিয়ে নেওয়া হচ্ছে। বেগুসরাই সহ গোটা দেশের একই সঘটনা ঘটেছে। দেশে হিন্দুরা কখনও দাঙ্গা করেনি। কিন্তু রামনবমী থেকে শুরু করে সমস্ত ধর্মীয় যাত্রার উপর হামলা হচ্ছে। রাহুল গান্ধী, তেজস্বী, অখিলেশরা সর্বদা এই ধরনের লোকেদের সর্বদা এই ধরনের লোকেদের রক্ষাকর্তা হয়ে ওঠেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement