প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের হাতে ধর্ষিতা স্ত্রী! জানতে পেরে ভাইকে কিছু না বলে স্ত্রীর গলা টিপে ধরলেন স্বামী। এও বললেন, ”তুমি আর আমার স্ত্রী নও।” সেই মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখলেন ‘গুণধর’ দেওর। এমনই ভয়ংকর অভিযোগ উঠল যোগীরাজ্যে। ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নির্যাতিতা। আর তার পরই নড়েচড়ে বসেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই অভিযুক্তর কেউই গ্রেপ্তার হননি।
ঠিক কী অভিযোগ? উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরের বাসিন্দা নির্যাতিতা গৃহবধূর দাবি, গত ২ এপ্রিল তাঁর স্বামী বাড়ি ছিলেন না। সেই সময় আচমকাই তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন দেওর। পরে স্বামী বাড়ি ফিরলে সব কথা খুলে বলেন তিনি। কিন্তু নিজের ভাইকে কিছু না বলে স্ত্রীর উপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন মহিলার স্বামী। বলতে থাকেন, ”তুমি আর আমার স্ত্রী নও। এখন থেকে তুমি আমার বউদি।” পরদিন তিনি নির্যাতিতার গলাও টিপে ধরেন তাঁরই ওড়না দিয়ে। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন তাঁর ভাই।
পরে ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করে অভিযোগ জানান ওই গৃহবধূ। ঘটনাটি নজরে পড়ে পুলিশের। মামলা রুজু করা হয়ে স্থানীয় খাটুয়ালি থানায়। ধর্ষণ, খুনের চেষ্টার মতো একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউই গ্রেপ্তার হননি। পুলিশ সুপারিটেন্ডেন্ট সত্য়নারায়ণ প্রজাপতি জানিয়েছেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.