Advertisement
Advertisement

Breaking News

Andhra Pradesh

লিভ ইন পার্টনারের ২ সন্তানকে সেতু থেকে ধাক্কা যুবকের! ঝুলন্ত অবস্থাতেই ১০০ ডায়াল কিশোরীর

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man throws off live-in partner's children from bridge in Andhra Pradesh | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Paramita Paul
  • Posted:August 7, 2023 3:18 pm
  • Updated:August 7, 2023 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি তোলার অজুহাতে দুই সন্তান-সহ লিভ ইন পার্টনারকে নদীতে ফেলল যুবক। উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে বাঁচল ১৩ বছরের সন্তান। তবে এক সন্তান-সহ মহিলাকে এখনও গোদাবরী নদী থেকে উদ্ধার করতে পারেনি অন্ধ্রপ্রদেশ পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার কাকভোরে ঘটনাটি ঘটেছিল অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। জানা গিয়েছে, পুপালা সুহাসিনী (৩৬) -এর সঙ্গে লিভ ইন করতেন উলাভা সুরেশ। পুপালাদেবীর দুই সন্তান-কিরথানা (১৩) এবং জার্সি (১)। রবিবার কাকভোরে তাঁদের নিয়েই বেড়াতে বের হন সুরেশ। গোদাবরী নদীর উপর একটি সেতুতে গাড়ি থামিয়ে সেলফি তোলার প্রস্তাব দেন। মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে সেতুতে নামতেই সুরেশ পিছন থেকে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গে পুপালাদেবী ও জার্সি গোদাবরী নদীতে পরে যান। তবে কিরথানা সেতুর পাশে থাকা প্লাস্টিকের পাইপ ধরে ঝুলে পড়ে।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: চাপ দিয়ে মিথ্যে বলাচ্ছে ইডি! প্রমাণ খামবন্দি করে আদালতে হাজির কুন্তল ঘোষ]

শুধু তাই নয়, ওই অবস্থাতেই পকেট থেকে নিজের মোবাইল বের করে ১০০ নম্বর ডায়াল করে সে। পুলিশকে পুরো ঘটনা জানায়। সঙ্গে সঙ্গে তারা এসে কিরথানাকে উদ্ধার করে। তবে তার মা ও বোনের হদিশ মেলেনি। পুলিশ জানিয়েছে, রাত পৌনে চারটে নাগাদ ফোন পাই। ফোন করে সাহায্য চায় পুলিশ। ভোর চারটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি। সেতুর পাশে প্লাস্টিকের তার ধরে বিপজ্জনক অবস্থা ঝুলছিল সে।”

[আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার কসবার কুখ্যাত ২ দুষ্কৃতী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement