সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরাজি বড্ড পাজি৷ কিছুতেই মাথায় ঢোকে না৷ শত চেষ্টা করেও কেন ঠোঁটের ডগায় আসে না? ব্যকরণের নেই কারণ৷ বোঝা দায় শব্দের ধরন-ধারণ৷ তাহলে উপায় কী? উপায় এই অভিনব শিক্ষক৷ এমন শিক্ষা পেলে, ইংরাজি শিখতে আপনিও রাজি হয়ে যাবেন৷
জানুয়ারি মাসের ৯ তারিখ পোস্ট হয় এই ভিডিওটি৷ কোথায় কীভাবে এটি তৈরি করা হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি৷ কিন্তু নাচে-গানে এমন ইংরাজি শিক্ষা ফেসবুকে পেয়ে গিয়েছে ভাইরাল তকমা৷ রা…রা…রা…রাইটের এমন গাইড পেলে আপনিও হয়তো গড়গড়িয়ে লিখতে শুরু করবেন আন্তর্জাতিক ভাষাটি৷
ফেসবুকে ইতিমধ্যেই ১২ লক্ষের বেশি মানুষ দেখে মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও৷ শেয়ার করেছেন অন্তত ১৪ হাজার মানুষ৷ আপনিও চাইলে এই অভিনব কায়দায় শিখে নিতে পারেন ভাষাটি৷
আরও পড়ুন –
এবার শাড়ির প্রিন্টেও জায়গা ২০০০ টাকার নোটের
নোনা জলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়গাথা মিস করবেন না
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.