Advertisement
Advertisement
Mathura Railway Station

স্টেশনে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠল নেটদুনিয়া

অপরাধীকে ধরতে বিশেষ দল গঠন করেছে পুলিশ।

Man Steals Child From Mother Sleeping At Mathura Railway Station | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 28, 2022 11:50 am
  • Updated:August 28, 2022 2:55 pm  

সংবদা প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটিজেনদের বক্তব্য, ঘৃণ্যতম অপরাধ, সবচেয়ে বড় পাপ। সম্প্রতি যা হয়েছে মথুরা রেল স্টেশনে (Mathura Junction)। রাতে ফ্লাটফর্মে ঘুমিয়ে ছিল মা ও শিশু। শিশুটিকে নিঃশব্দে অপহরণ করে এক ব্যক্তি। টের পাননি মা। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। অপহরণকারীর তল্লাশিতে দিনরাত এক করে তল্লাশি চালাচ্ছে জিআরপি (GRP) ও পুলিশ।

মথুরা স্টেশনের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, প্রায় জনশূন্য প্লাটফর্ম। সেখানে বেশ কয়েকজন প্লাটফর্মের বাসিন্দা শুয়ে আছেন। হঠাৎ প্যান্ট-শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যায়। সন্দেহজনক ভাবে ঘুমন্ত মা ও শিশুকে দেখতে দেখতে পাশ দিয়ে হেঁটে যায় সে। কিন্তু ফিরে আসে খানিক বাদেই। সেই সময় থেকে দুই ব্যক্তি হেঁটে কিছুটা দূরে যেতেই সে চাদর সরিয়ে শিশুটিকে কোলে তুলে নেয়। প্রথমে জোর পায়ে হেঁটে পালায়, পরে দৌড়ে গিয়ে প্লাটফর্মে দাঁড়ানো ট্রেনের দিকে ছুটে যায়। সে ট্রেনে ওঠে কিনা স্টেশনের ফুটেজ দেখে বোঝা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: তৈরি করতে খরচ হয়েছে কোটি কোটি টাকা, কেন ভাঙা হচ্ছে নয়ডার গগনচুম্বী টুইন টাওয়ার?]

টুইটারে এই সিসিটিভি ফুটেজ আপলোড করেছে মথুরা জাংশনের জিআরপি। দ্রুত অপহরণকারীকে পাকড়াও করতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে তারা। ভিডিওর ক্যাপশানে রেলের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, অপৃহত শিশুর বয়স সাত মাস। জিআরপির অনুমান, কাসগঞ্জ, বদায়ু অথবা বরেলিতে পালিয়েছে অপরাধী। ওই অঞ্চলের মানুষকে বিশেষ ভাবে নজর রাখতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অপরাধীর ছবিও পোস্ট করেছে পুলিশ।

[আরও পড়ুন: দেশে একদিনে করোনায় মৃত ৫৭ জন, সামান্য কমল দৈনিক আক্রান্ত]

মথুরা জংশনের এক জিআরপি আধিকারিক জানিয়েছেন, শিশু অপহরণের একটি মামলা দায়ের করে তদন্তে নেমেছে তারা। শিশু উদ্ধারে একটি তদন্তকারীদের একটি দল গঠন করা হয়েছে। এদিকে স্থানীয় পুলিশও নেমেছে শিশু অপহরণের তদন্তে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড় (Aligarh) ও হাথরসেও (Hathras) খোঁজ চলছে অপরাধীর, জানা গিয়েছে পুলিশ সূত্রে। এদিকে শিশু চুরির ভিডিও দেখে শিউরে উঠেছে নেটদুনিয়া। ঘটনার নিন্দায় সরব হয়েছে তারা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement