Advertisement
Advertisement
Bengaluru

বন্ধুর বাড়িতে বর্ষশেষের পার্টিই কাল, সিগারেটের ছাই ফেলতে গিয়ে মৃত্যু যুবকের

৩৩ তলা থেকে পড়ে মৃত্যু যুবকের।

Man slipped from 33rd floor while disposing cigarette ash, died in Bengaluru | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 31, 2023 2:50 pm
  • Updated:December 31, 2023 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুটিয়ে বর্ষশেষের পার্টি করছিলেন। মাঝে মাঝে সিগারেটেও পড়ছিল সুখটান। তাতেই বিপত্তি। সিগারেটের ছাই ফেলতে গিয়ে বারান্দা থেকে পড়ে মৃত্যু হল যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। পুলিশ সূত্রে খবর, ওই যুবক আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তিনি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের নাম দিব্যাংশু শর্মা। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন ২৭ বছরের ওই যুবক। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। তার পরে একটি পাবে গিয়ে পার্টিও করেন সকলে। শুক্রবার ভোররাত আড়াইটে নাগাদ এক বন্ধুর ফ্ল্যাটে ফিরে আসেন তাঁরা। বন্ধুরা সকলে বেডরুমে গিয়ে ঘুমোলেও লিভিংরুমেই ছিলেন দিব্যাংশু। তার পরেই বিপত্তি। পূর্ব বেঙ্গালুরুর কে আর পুরা এলাকার একটি ফ্ল্যাটের ৩৩ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: ইনস্টাগ্রাম বন্ধুই ‘ভিলেন’! কিশোরীকে অপহরণ করে মাসের পর মাস ধর্ষণ, ধর্মান্তকরণের চেষ্টা!]

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে ফ্ল্যাটের বারান্দা থেকে সিগারেটের ছাই ফেলতে গিয়েছিলেন দিব্যাংশু। সেই সময়েই তাঁর পা পিছলে যায়। ৩৩ তলা থেকে পড়ে যান দিব্যাংশু। আবাসনের ওয়াকিং ট্র্যাকের উপর আছড়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। কীভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখতে এখনও তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।

জানা গিয়েছে, মৃত দিব্যাংশু আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা। হোরামাভুতে বসবাস করেন তাঁর গোটা পরিবার। দিব্যাংশুর বাবা ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন দিব্যাংশু। তবে সিগারেটের ছাই ফেলতে গিয়ে কীকরে মৃত্যু হল যুবকের, তা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও শত্রুতার কারণে দিব্যাংশুকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে কিনা, দানা বাঁধছে সেই সন্দেহও।

[আরও পড়ুন: যৌন হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ? দলিত তরুণীকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে ‘শাস্তি’!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement