Advertisement
Advertisement
Bihar

বিয়ের আসরে শূন্যে গুলি বর-কনে দুপক্ষেরই! বাধা দিতে গিয়ে বেঘোরে প্রাণ গেল যুবকের

দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা।

Man shot dead in Bihar for objecting to celebratory firing during wedding | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Abhisek Rakshit
  • Posted:December 13, 2020 4:54 pm
  • Updated:December 13, 2020 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বিয়ের অনুষ্ঠানে শূন্যে গুলি ছুড়ছিল বর–কনে দু’‌পক্ষই। তাঁদের বাধা দিতে গিয়েই বেঘোরে প্রাণ হারালেন এক ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) ভোজপুর (Bhojpur) জেলায়। মৃত ব্যক্তির নাম নিকেশ কুমার।

জানা গিয়েছে, ওই জেলার আরা এলাকার পাদারিয়া গ্রামের বাসিন্দা হরগোবিন্দ সিংয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বর রোহতাসের বাসিন্দা। সন্ধ্যেবেলা বরপক্ষ আসতেই দু’‌পক্ষ শূন্যে গুলি ছুঁড়তে শুরু করে। সেসময় গ্রামের অনেকেই তাঁদের বারণ করেন। সেই দলে ছিলেন নিকেশ কুমারও। এরপর সবকিছু থেমে গেলেও ফের একবার রাত আড়াইটে নাগাদ গুলি ছোঁড়াছুড়ি শুরু হয়। বিয়েতে কোন গান বাজাবে, সেই নিয়ে কথা কাটাকাটি থেকে ধীরে ধীরে বচসা শুরু হয়। এরপর ফের তারা শূন্যে গুলি ছুড়তে শুরু করে। তখন নিকেশ কুমার তাঁদের বারণ করতে গেলে কনের বাবার নির্দেশেই একজন তাঁকে গুলি করে। এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। গুরুতর আহত অবস্থায় আরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান নিকেশ কুমার। 

Advertisement

[আরও পড়ুন: ‘অর্ধেক দেশ খেতে পাচ্ছে না, আর আপনি নতুন সংসদ বানাচ্ছেন?’ মোদিকে তোপ কমল হাসানের]‌

এরপরই পুলিশে অভিযোগ জানান নিকেশ কুমারের বাবা বিশ্বনাথ সিং। ঘটনার পরই গ্রামবাসীদের সঙ্গে কনের পরিবারের বচসাও হয়। ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়িও। তারপরই গোটা গ্রামে পুলিশি প্রহরা বসানো হয়। ইতিমধ্যে হরগোবিন্দ সিং-সহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথ অবরোধও করেন স্থানীয়রা। আপাতত গোটা এলাকা রীতিমতো থমথমে। এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, ‘‌‘‌গোটা ঘটনাটি আপাতত তদন্তাধীন। সব পক্ষের কথা শোনার পরই যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে দোষীরা অবশ্যই শাস্তি পাবে।’‌’‌ এদিকে, এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

[আরও পড়ুন: কোভিড বিধি শিকেয়! শরদ পওয়ারের জন্মদিনে কেকের ভাগ পেতে হুড়োহুড়ি! ভাইরাল ভিডিও]‌

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement