Advertisement
Advertisement

Breaking News

Golden Temple

পুলিশের পিস্তল ছিনিয়ে গুলি, স্বর্ণমন্দিরে যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

সাতসকালে হাড়হিম কাণ্ড অমৃতসরের স্বর্ণমন্দিরে।

Man shoots himself with police official revolver near Golden Temple Amritsar
Published by: Amit Kumar Das
  • Posted:September 22, 2024 3:13 pm
  • Updated:September 22, 2024 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ কাণ্ড অমৃতসরের স্বর্ণমন্দিরে। রবিবার সকালে শিখ সম্প্রদায়ের প্রবিত্র ধর্মস্থানে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে নিজেকে গুলি করলেন এক যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এদিকে সাত সকালে স্বর্ণমন্দিরে গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রবিবার সকালে পুণ্যার্থীদের যাতায়াত তখন সবে শুরু হয়েছে স্বর্ণমন্দিরে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এক ভিভিআইপি অতিথি। হঠাৎ সকলকে অবাক করে সেই ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর পিস্তল ছিলিয়ে নেন এক যুবক। এর পর কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে রক্তে ভেসে যায় স্বর্ণমন্দির চত্বর। তড়িঘড়ি যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। তবে কেন ওই যুবক আত্মহত্যা করলেন তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন ওই যুবক ভিনদেশি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্বর্ণমন্দির চত্বরে।

পুলিশের তরফে জানানো হয়েছে, আমরা মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছি। স্বর্ণমন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনে এই দুর্ঘটনা ঘটে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement