সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরপাল্লার ট্রেনে সফর করার সময় নানা অভিযোগই করে থাকেন যাত্রীরা। কখনও খাবারের মান, নোংরা শৌচাগার, বিলম্বের মতো নানা ইস্যুতে সোশাল মিডিয়ায় অনেক সময় সরব হতে দেখা যায় নেটিজেনদের। কিন্তু এবার সাউথ বিহার এক্সপ্রেসের এসি কোচে ভ্রমণকারী এক ব্যক্তি অভিযোগ করলেন তিনি কামরায় ইঁদুর প্রত্যক্ষ করেছেন! কেবল অভিযোগ করাই নয়, ভিডিও-ও শেয়ার করেছেন তিনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এদিকে এই অভিযোগের উত্তরও দিয়েছে রেল।
প্রশান্ত কুমার নামের ওই নেটিজেনের দাবি, ২ হাজার টাকার টিকিটে তিনি সেকেন্ড এসির টিকিট কেটেছিলেন। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত কামরা স্বাচ্ছন্দ্যের প্রত্যাশা করে ট্রেনে উঠলেও অচিরেই দেখতে পান কম্বলের ফাঁকে উঁকি দিচ্ছে ছোট্ট এক ইঁদুর। পরে অন্য ইঁদুরও দেখতে পান তিনি। যুবক এক্স হ্যান্ডলে লেখেন, ‘কোচ এ১-এ অনেক ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। আসন ও লাগেজে ঘুরছে। এই জন্যই কি আমি এসি ২ ক্লাসের টিকিট কেটেছিলাম?’
@complaint_RGD @IRCTCofficial @RailMinIndia @RailwaySeva @AshwiniVaishnaw
PNR 6649339230, Train 13288, multiple rats in coach A1, rats are climbing over the seats and luggage.
Is this why I paid so much for AC 2 class?@ndtv @ndtvindia @aajtak @timesofindia @TimesNow @htTweets pic.twitter.com/vX7SmcfdDR— Prashant Kumar (@pkg196) March 6, 2025
তাঁর পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। পরে অবশ্য ওই ব্যক্তির অভিযোগের জবাবও দেয় রেল। রেলের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরে ওই কামরা পরিষ্কার করানো হয়েছে। একবার শুকনো ও একবার সিক্ত করে মোছা হয়েছে। এরপর মশা তাড়ানোর ওষুধ স্প্রে করা হয়েছে। একটি গ্লু প্যাডও বসানো হয়েছে আসনের তলায়।
এদিকে ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। একজন ইউজার লেখেন, ‘খাবারে গোলমাল। পরিচ্ছন্নতা নেই। শৌচাগারও নোংরা। লাইনেনও মাসে এক থেকে দুবার ধোয়া হয়। অথচ হাজার হাজার টাকা নেওয়া হয়।’ আবার কেউ কেউ রসিকতাও করেছেন। একজন লিখেছেন, ‘আপনার টিকিটটা মনে হয় আরএসি। দেখে নিন। ইঁদুরটার সঙ্গেই বোধহয় আসন ভাগ করে নিতে বলা হয়েছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.